নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু বিশ্বজুড়ে সুবিশাল বাংলা পরিধি

.....Rest on one's oars

ম েনা েন শ দাস

আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।

ম েনা েন শ দাস › বিস্তারিত পোস্টঃ

ময়মনসিংহে জিলা স্কুলের দুই ছাত্র শ্রীঘরে

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিলা স্কুলের দুই ছাত্রকে আজ বৃহস্পতিবার আটক করে শ্রীঘরে রেখেছে কোতুয়ালী মডেল থানা পুলিশ ।ময়মনসিংহে জিলা স্কুলের দুই ছাত্র শ্রীঘরে হ্যান্ডবল খেলায় হেরে গিয়ে প্রতিপক্ষকে মারধর এবং গাড়ি ভাংচুরের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় । জানা যায় , আজ বৃস্পতিবার ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির পদ্ম অঞ্চলের ৪৩ তম গ্রীষ্মকালীন খেলাধুলার অংশ হিসাবে হ্যান্ডবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । খেলায় অংশ নেয় ঢাকা উপ অঞ্চলের গোপালগঞ্জ জেলার গোবিন্দপুর মুকসদপুর মো: আব্দুল হাই মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এবং ময়মনসিংহ উপ অঞ্চলের ময়মনসিংহ জিলা স্কুল । হ্যান্ডবল খেলায় ময়মনসিংহ জিলা স্কুলকে ৫ গোলের ব্যবধানে পরাজিত করে মোকসেদপুর মো: আব্দুল হাই মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর খেলোয়াররা বিজয়ী হয় ।খেলার শেষ দিকে জিলা স্কুলের খেলোয়ার এবং শিক্ষার্থীরা অতর্কিত মাঠে প্রতিপক্ষ খেলোয়ারদের উপর হামলা চালায় । অবস্থার বেগতিক দেখে কতোয়ালী থানা পুলিশকে খবর দেয়া হয় । খেলা শেষ হলে এসআই নূর মোহাম্মদের নেত্বত্বে ঘটনাস্থলে হাজির হয় একদল পুলিশ । পুলিশের প্রটেকশনে মাইক্রোযোগে খেলার মাঠ ত্যাগ করে ময়মনসিংহ জেলা স্কুলের সামনে পোঁছামাত্র সংঘবদ্ধ স্কুলের ছাত্ররা অতর্কিত মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাংচুর করে । এসময় মাইক্রোবাসের ভেতরে থাকা বেশ ক’জন আহত হন । পুলিশ ঘটনাস্থল থেকে জিলা স্কুলের ১০ শ্রেণীর ছাত্র অর্নব এবং ৯ম শ্রেণীর ছাত্র ঐ টিমের খেলোয়ার আসিফকে গ্রেফতার করে হাজতে আটক রাখে । খেলার দর্শকদের অভিযোগ ,মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক একেএম ফজলুল হক খেলার উদ্বোধন করে মাত্র ১০ মিনিট মাঠে অবস্থান নেন । এরপর তড়িঘরি করে স্টেজ ত্যাগ করেন ।জিলা স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ ফারুকী স্টেজে থাকেন মাত্র ২৫ মিনিট । তিনিও স্টেজ ত্যাগ করেন । গোবিন্দপুর মুকসদপুর মো: আব্দুল হাই মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর ক্রীড়া শিক্ষক কামাল উদ্দিন ও সবুজ মুন্সী জানান , জিলা স্কুলের ছাত্ররা যে সন্ত্রাসী কর্মকান্ড করেছে তা ইতিহাসের কংলকিংত অধ্যায় ।ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করীম জানান , এ ঘটনায় জিলা স্কুলের শিক্ষকরা দায় এড়াতে পারেন না ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.