নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু বিশ্বজুড়ে সুবিশাল বাংলা পরিধি

.....Rest on one's oars

ম েনা েন শ দাস

আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।

ম েনা েন শ দাস › বিস্তারিত পোস্টঃ

ময়মনসিংহে বিসিকে অগ্নিকান্ড

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

http://muktagachanewsbd.wordpress.com স্টাফ রিপোর্টার :ময়মনসিংহ শহরের মাসকান্দায় বিসিক শিল্প নগরীতে একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কারখানার মেশিনসহ বিপুল পরিমাণ তুলা প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের লোকজন জানায়। তবে কেউ হতাহত হয়নি।



ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ রোববার সুমন কটন ক্লিনিং নামের একটি তুলার কারখানায় গার্মেন্টের জুট থেকে তুলা তৈরির সময় তুলায় আগুন ধরে যায়। পরে মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন দুপুর একটার দিকে নিয়ন্ত্রণে আনে। তবে আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।



শ্রমিকরা জানান, জুট থেকে তুলা তৈরির সময় হঠাত্ করেই আগুন লেগে যায়। তবে পানির সাপ্লাই রুম তালাবদ্ধ থাকায় আগুন নেভানো যায়নি। দ্রুত ছড়িয়ে পড়ে।



কারখানার মালিক জাহিদ হোসেন ইমন জানান, জুট থেকে তুলা তৈরির সময় মাঝে মধ্যে তুলায় আগুন লেগে যায়। তবে আজকে মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনে পুরো কারখানাটি পুড়ে গেছে। দুটি মেশিনসহ বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। কারখানাটি পুড়ে যাওয়ায় একেবারে নিঃস্ব হয়ে গেছেন বলে জানান তিনি।



ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে বলে জানান তিনি। মেশিন চালানোর সময় শট সার্কিটে থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.