![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।
ছবি ময়মনসিংহে বিরল ঘটনা। ময়মনসিংহে ৪হাত পা ওয়ালা শিশু। ময়মনসিংহে হালুয়াঘাটে জয়রামকুড়া হাসপাতালে ৪হাতপা ওয়ালা আশ্চর্য এক শিশুর জন্ম হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, গত সোমবার সকালে উপজেলার আকনপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী মোস্তফার স্ত্রী খাদিজা (২৫) এ শিশুটি জন্ম দেয়। শিশুটির ৪টি হাত, ৪টি পা, ২টি পুরুষাঙ্গ, ২টি মলদ্বার ও বড় আকারের ১টি মাথা রয়েছে। মুখমন্ডল স্বাভাবিক। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার লুসি দারিং জানান, শিশুটির নরমাল ডেলিভারী হয়েছে। অদ্ভূত এই শিশুটি আনুমানিক ১৫ মিনিট জীবিত ছিল। এরপর বাড়িতে নিয়ে তাকে দাফন কাফন করা হয়। এ সময় এলাকার হাজার হাজার লোক তাকে এক নজর দেখার জন্য ভীড় করে। মোবাইলে খবর নিয়ে জানা গেছে, তার মা বাড়িতে ডাক্তারী ট্রীটমেন্টে সুস্থ্য রয়েছেন।
২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫
ম েনা েন শ দাস বলেছেন: হতে পারে । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫
খেলাঘর বলেছেন:
কোন ধরণের ঔষধের প্রতিক্রিয়ায় বা পরিবেশ দুষণের ফলে এমন হয়েছে।