নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু বিশ্বজুড়ে সুবিশাল বাংলা পরিধি

.....Rest on one's oars

ম েনা েন শ দাস

আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।

ম েনা েন শ দাস › বিস্তারিত পোস্টঃ

ব্লগার নাস্তিক !

০২ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৪৭

Click This Link অনেকে বলেন ব্লগাররা নাস্তিক । আমি এই যুক্তির সাথে একমত নই । ব্লগার কি ? বিভিন্ন প্রচার মাধ্যমে যা প্রকাশিত হয় তা সংবাদ , বিশ্লেষন ,কলাম বা মতামত ইত্যাদি । এসমস্ত লেখা প্রকাশের ক্ষেত্রে লেখককে প্রচার কর্তৃপক্ষ বা প্রকাশকের মন মর্জির উপর নির্ভর করতে হয় । কিন্তু ব্লগারদের ক্ষেত্রে এগুলি নেই তাও না। ব্লগাররা তাদের যেকোন মতামত নিজের ওয়ালে পোস্ট দিতে পারেন ঠিকই কিন্তু সেই পোস্ট প্রকাশের ক্ষেত্রে কর্তৃপক্ষের মন মর্জির উপ নির্ভর করতে হয় । আমি সামহোয়ার ইন ব্লগ , প্রথম আলো , বিডি নিউজ ২৪ ডটকম, প্রিয়ব্লগসহ বেশকিছু ব্লগে দীর্র্ঘদিন ধরে লেখালেখি করে আসছি । তন্মধ্যে শুধু সামহোয়ারইন ব্লগ ছাড়া বাকী ব্লগ কর্তৃপক্ষ নিজেরা পোস্ট আপডেট দেন । এখানেও কর্তৃপক্ষের মন মর্জি , ভালো- মন্দের বিষয় আছে । স্বামী বিবেকানন্দের বাণীতে উল্লেখ আছে যার নিজের উপর বিশ্বাস নেই সে-ই নাস্তিক । ধর্মে আছে যে ঈশ্বরে বিশ্বাস করে না সে-ই নাস্তিক । এ দুটিতে অবিস্বাসী যিনি বা যারা তারা তো মানুষ হতে পারে না । আর মানুষ না হলে কিকরে সে সৃষ্টিকর্তাকে ও মানুষকে নিয়ে লিখবে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.