নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ব্লগজগতে নতুন, আমি চাই দেশ ও মানুষের সম্পর্কে লিখতে। বলতে চাই মন খুলে, যদি কোন সময় আমি ভুল করি আমাকে ক্ষমা করবেন।আমার জন্যে দোয়া করবেন আমি যাতে আমাদের সম্পর্কে লিখতে পারি, আমার লিখা দিয়ে যাতে মানুষকে পিরিয়ে আনতে পারি সুপথে।

rahman

rahman › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার মূল অর্থ কি?

৩১ শে মার্চ, ২০১০ রাত ১০:৩১

প্রথিবীর সকল প্রাণী কিছু না কিছু ভালবাসে। কিন্তু আমরা কি জানি ভালাবাসার মূল অর্থ কি? আমরা ভালবাসা বলতে সাধারণত একটি ছেলে ও মেয়ের সম্পর্ককে বুঝিয়ে থাকি। আশা করি আমি ঐ দিকটাই ইঙ্গীত করতেছি। কিন্তু আমরা কি জানি ভালবাসার অর্থ কি দাড়াচ্ছে? আমি আপনাদেরকে নিচে ভালবাসা শব্দটি ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি।

যেমনঃ ভালবাসা

ভা= ভাগ্যহীন নারী,পুরুষ।

ল= লজ্জাহীন নারী,পুরুষ।

বা= বাবা, মায়ের অবাদ্যগত সন্তান।

সা= সাগরে ভাসা শেওলার মত জীবন।

বিশ্লেষণ: ভাগ্যহীন নারী,পুরুষঃ

এখানে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি। ছেলে, মেয়ের বাব,মা কেউ তাদের মন থেকে মানতে পারেনি। দু'জনে মিলে যেভাবেই হোক বিয়ে করেছেন, সেখানে তাঁরা হারালো বাবা, মা (দুজনের) এবং হারালো আত্মীয় স্বজনদের স্নেহ মমতা ও বন্ধু বান্ধব সবাইকে এবং বিচ্ছ্যূত হলো সমাজ থেকে। এ দ্বারা বুঝা যায় তাঁরা দু'জনে ভাগ্যহীন।

লজ্জাহীন নারী,পুরুষঃ

যে কয়দিন দুজনে মিলে প্রেমে মগ্ন ছিলেন সে কয়দিনের পর উনারা হয়ত পালিয়ে গেলেন, না হয় নিজেরাই বিয়ে করলেন বেসরমের মত। অতএব লজ্জাহীন।

বাবা, মায়ের অবাদ্যগত সন্তানঃ

যখন আমরা এধরনের কাজে লিপ্ত থাকি তখন বাবা মায়ের কথা আমরা ভূলে যাই। বাবা মায়ের কথার অবাদ্য হয়ে যাই।

সাগরে ভাসা শেওলার মত জীবনঃ

এক সময় সবার অবাদ্য হয়ে বিয়ে করলেন সংসার করলেন। কিছুদিন যাওয়ার পর আপনাকে আপনার স্ত্রীর, আপনি আপনার স্ত্রীকে, ভাল লাগছেনা। শুরু হলো অশান্তীর জীবন, এক সময় বিচ্ছেদ ঘটে গেল দুজনের মধ্যে। শুরু হলো দু'জনর শেওলার মত জীবন।

এবার আসি Love ঃ

L= lose

O= of

V= Valuable

E= energy

Love :Loss of valuable energy

যার বাংলা অর্থ ঃ গুরুত্তপূর্ণ শক্তি হারানো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.