নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

জাহাজ ভাঙ্গা শিল্প,ঝুঁকির দিকে এগোচ্ছে বাংলাদেশ

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:১৯

চট্টগ্রামের কুমিরায় জাহাজ ভাঙ্গা শিল্প নিঃসন্দেহে লাভজনক ব্যবসা। কিন্তুু এর ফলে যে পরিমাণ ক্ষতির স্বীকার হচ্ছে বাংলাদেশ তা আমরা কতোটুকুই বা ভাবছি ?

খোঁজ নিয়ে দেখবেন, ইউরোপের যে সব জাহাজ পুরনো হয়ে যায়,সে সব বাংলাদেশে পাঠানো হয়। কারণ, জাহাজ ভাঙ্গা শিল্প মারাত্নক ক্ষতির কারণ পরিবেশের জন্য।

বলা হয়ে থাকে লোহার জোগান দিতে, জাহাজ শিল্পের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অথচ দেশে যে পরিমাণ লোহা লাগে প্রতিবছর, তার মাত্র ২০ শতাংশ আসে এই জাহাজ শিল্প থেকে।

গড়ে ২ মাসে ১ টি জাহাজ ভাঙ্গতে পারে শ্রমিকরা। কিন্তুু এরপর বঙ্গোপসাগর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাসায়নিক বর্জ্যের কারণে ২৫ প্রজাতির মাছ হারিয়ে গেছে। খোঁজ নিয়ে দেখা যাবে, বছরে অনেক জন মানুষ শীপ ইর্য়াডে মারা যাচ্ছে। কেউ বা হয়ে যাচ্ছে বিকলাঙ্গ।

সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সমুদ্র পাড়ের গাছ নিধন করে এই শিল্প গড়ে উঠছে। দিন দিন এর পরিণতি ভয়াবহ রুপ ধারণ করবে।

২০১০ সালে এর উপর আইন প্রয়োগ করা হলেও। টাকা দিয়ে ধামাচাপা দেওয়া হয়, আইনকে।

আমরা শুধুমাত্র বর্তমানে কিভাবে বেঁচে থাকবো সেটা চিন্তা করছি। কিন্তুু নতুন প্রজন্মের কাছে আমরা পুরনোরা ভয়াবহ গালি খাবো, এটা ভবিষ্যত বাণী করা যায়।

পরিবেশের দিকে একটু খেয়াল রাখলেই বুঝা যায়, পরিবেশ কিভাবে দ্রুত পরিবর্তনের স্বীকার হচ্ছে। এই সবই আমাদের সৃষ্টি।ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে আমাদের।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশের উপরের লেভেলে আরো বেশী সমস্যা। তাই এত নীচের দিকের সমস্যা নিয়ে কেউ ভাবছে না...

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৩:৪৮

রব্বানী রবি বলেছেন: একটা সময় পরিবেশ নিয়ে চিন্তা করাটাই। বড় সমস্যা হয়ে দাঁড়াবে

২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১:১০

নূর আলম হিরণ বলেছেন: উন্নত বিশ্বের দেশ গুলি তৃতীয় বিশ্বের দেশ গুলিকে তাদের ডাস্টবিন হিসেবে ব্যবহার করে! একসময় জাপান তাদের গাড়ি,ইলেক্ট্রনিক বর্জ ফ্রি দিতো এখন অবশ্য টাকা দিয়ে কিনে আনতে হয়!

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৩:৪৮

রব্বানী রবি বলেছেন: ঠিক বলেছেন !

৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ২:২৩

হবা পাগলা বলেছেন: আমরা শুধুমাত্র বর্তমানে কিভাবে বেঁচে থাকবো সেটা চিন্তা করছি। কিন্তুু নতুন প্রজন্মের কাছে আমরা পুরনোরা ভয়াবহ গালি খাবো, এটা ভবিষ্যত বাণী করা যায়।

সহমত

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৩:৪৯

রব্বানী রবি বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইউরোপীয়ানরা জাহাজ ভাঙ্গা কোন প্রযুক্তি উদ্ভাবন করতে পারে না? সব আমাদের গরীব দেশের উপর চাপিয়ে দিতে হবে? কিংবা আমরাই বা কেন চাপিয়ে দেয়া জিনিস নিতে যাই।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:১০

অক্পটে বলেছেন: গরীব দেশ গুলো এভাবেই বাচেঁ। দেখবেন টোকাইরা বর্জ্য থেকে কি যেন কুড়ায়। আর আমরা উন্নত দেশ থেকে বর্জ্য কিনে আনি। ঐ একই ব্যপার।

৬| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:১০

আকিব হাসান জাভেদ বলেছেন: পরিবেশ , দেশ বির্পযস্থ হলে কার কি আসে যায় । আমরা তো ভালো আছি । ব্যবসা তো চলছে । এমন অনেক ব্যাবসা আছে যা প্রসারিত হবে অনেক দূর । সাথে ধ্বংস হবে আমাদের এই পরিবেশ । নতুন প্রজন্ম আমাদের চিনবে আমরা পরিবেশ খোর ।

৭| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: জাহাজ ভাঙ্গার কাজ করে অল্প বয়সী ছেলে মেয়েরা।
বুড়িগঙ্গা থেকে কিছু দূর সামনে এগিয়ে গেলেই দেখা যায় অসংখ্য ১৫/১৭ বছরের ছেলে মেয়েরা কাজ করছে। অনেক দূর থগেকেই টুং টাং শব্দ পাওয়া যায়।
সরকারের এসব ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.