![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412
মুক্ত করো
………সত্যের বুলি
………………ইয়া আমিন
আজ অবেলাতেই-
পৃথিবী আঁধার
ঢেকে গেছে
যন্ত্রনা গুলো
ভিড় করেছে
মানুষের মনে।
পারি না
সূর্য কে
স্বাগত জানাতে,
আঁধার সরিয়ে
আলোকিত করতে
এই পৃথিবীকে।
চোখের দৃষ্টি
ভরে গেছে
পৃথিবী পটে,
বাঁধ ভেঙ্গেছে-
মিথ্যার সংসার
পৃথিবী জুড়ে।
সাধ জাগে
সত্যকে জীবন্ত
রুপ দেবার,
পূর্ণ করতে-
দুনিয়ার যত
শূন্য আশা।
যুদ্ধবাজ আজ
অস্ত্র হাতে,
পাপ-পূন্যের হিসাব
আজ মিছে,
ধ্বংসের খেলাতে
হয়েছি মত্ত।
প্রশ্ন জাগে
অসহায় মা
সন্তান হারা,
এক নিমেষেই
গুড়িয়ে দেই
কালো হাত।
উলঙ্গ নৃত্যে
পৃথিবী মেতেছে-
যেখানে অপমানিত
হয় বোন,
চোখের জল
মৃত এখানে
জাগ্রত কণ্ঠে
প্রতিবাদ তোলো,
ধ্বংস করো
অবাঞ্ছিত আসর
মুক্ত করো
সত্যের বুলি।
…………………১০/০২ /২০১৭
©somewhere in net ltd.