নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষে আমাদেরকে অশান্তিতে রাখে না। মানুষ আমাদেরকে যন্ত্রণা দেয় না। আমাদের বরং নিজের দিকে তাকানো উচিৎ , নিজের গভীরে, হৃদয়ে, নিজের সত্ত্বার গভীরে। আমরা যে ঘটনাতে ত্যক্ত-বিরক্ত, সেই ঘটনাতেই দিব্যি আরেকজন হাসিমুখে কাটাচ্ছে জীবন। কষ্ট-যন্ত্রণা ঘটনার মাঝে নয়

অনুতপ্ত হৃদয়

স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412

অনুতপ্ত হৃদয় › বিস্তারিত পোস্টঃ

উদ্ভট সম্ভোগ

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৮


উদ্ভট সম্ভোগে মেতেছে সবাই,
অকারণে ছুটে চলছি অজানায়।
আজ বিনয় করে সত্যকে ,
ছুড়ে ফেলে জঞ্জালের খাদে।

হৃদয়ের মূল্য আজ শূন্য,
ব্যস্ত পৃথিবী চোখ বুজে।
রেখেছে আমায় অদম্য অবহেলায়,
তোমাদের হৃদয়কে করবেনা স্পর্শ।

চোখের জলের ধারা একদিন
ভেজাবে না একটুও বটে।
আধাঁরের দেয়াল ঘেঁষে আমিও
দাড়াই না উঠোনের কোণে।

যেখানে কাল সন্ধ্যাতেই বৃষ্টি
পড়েছে গাছের পাতা চুয়ে ।
ধূসর স্মৃতির পুঞ্জ ভারী,
করে চলেছে মনের পর্দা।

সন্ধ্যা জুড়ে আবেদনের মাত্রাকে,
মূল্য দিয়ে চলেছে পৃথিবী।
একদিন মূল্যহীন হয়ে যাবে,
সেই সব আবেদনময় সন্ধ্যা।

আমাদের এই চোখের পাতায়
উড়ে চলা বাদুড়ের পথ
ধরে জেগে আছে মায়া
মিছে এই মৃত্তিকার ভুবনে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৩

কাওসার চৌধুরী বলেছেন: ভাল..........লেগেছে...........!!

০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪

অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই …………

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.