![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412
আল্লাহ তাআলা রহমতের সুধা দিয়ে প্রতিটি মাকে সৃষ্টি করেছেন। মা সন্তানের জন্য করুণার আধার। সন্তানের জন্য মায়ের ভালোবাসা, করুণা ও মমত্ববোধ আল্লাহর অশেষ কুদরতেরই নিদর্শন।
"ভালোবাসাতেই বেঁচে আছে মা, মমতা আর মাতৃত্ব।"
মা ফোন দিয়েছে সালাম দিয়েছি দেওয়ার পরে একটি কথাও বলতে পারিনি প্রথমে উনি নিজেই কান্না জড়িত কন্ঠে বলতেছে, বাবা কেমন আছিস, খেয়েছিস, নিয়মিত নামাজ আদায় করিস ত?
প্রশ্নের উত্তরেঃ জী আলহামদুলিল্লাহ্ মা ভালো আছি,খেয়েছি, আর নামাজ ও পড়েছি, আপনি কেমন আছেন আপনি খেয়েছেন, নামাজ পড়েছেন আর হ্যাঁ বাবা কই বাবা কি করছে, কেমন আছেন উনি?
এমন অনেক সময় ধরে কথোপকথন চলে মন টা চায় না ফোন কেটে দেই, যতই কথা বলি কথা ফুরাই না।
মায়ের কাছে আমি যেনো তার জগৎ, আমার কাছেও মা-ই সব। আর এজন্যই মা এবং আমার মধ্যকার সম্পর্কটি মনে এতটা মধুর।
মা নিজের কাজটি নিজেইই করতে পারে না এখন আর ঠিক ভানে তবুও মনে হয় মা আমায় আগলে রেখেছেন তাঁর বুকের পাজরে । তার পরম মমতার চাদরের উষ্ণতার অনুভব করি প্রতি ক্ষণে ক্ষণে।
শত কষ্টের মাঝেও মা আমার গায়ে একফোঁটা আঁচড় লাগতে দিতে চায় । আমি যখন হাসি যেন মায়ের হাসি হয়ে যায়।
পৃথিবীর বুকে এই একটি মানুষই আছে, যার ভালবাসা কখনো খন্ডন করা যাবে না ।জীবনে চলার পথে প্রত্যেকটি মুহূর্তে সাথী হয় মায়ের নি:স্বার্থ ভালবাসা আর অন্তরের গভীর থেকে আসা দোয়া ।
স্বার্থপর এই পৃথিবীতে সময়ের সাথে সাথে সবাই স্বার্থপর হয়ে যায় ।কিন্তু আমার মায়ের ভালবাসা এতই নিখুত যে, এখানে স্বার্থপরতার একটি ধূলি কনাও পাওয়া যাবে না ।
অকৃত্রিম এই ভালবাসার বন্ধনে সারা জীবন আগলে রাখতে চান “মা” । বিপদের সময় কত অশ্রু যে মায়ের চোখ থেকে অঝরে পড়তে থাকে, তা একমাত্র বিশ্ববিধাতাই জানেন
মায়ের ভালোবাসা, মায়ের জন্য ভালোবাসা ও খিদমত হতে হবে সম্পূর্ণ শর্তহীন।
কবির ভাষায়- ‘মা বড় ধন সবচে আপন, নেইকো যাহার তুল্য; এক ফোঁট দুধ অনেক দামি, কে দিবে তাঁর মূল্য’।
I love You "মা " I Miss You "মা "
১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:১৫
অনুতপ্ত হৃদয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ ……… ব্লগে নতুন শুভ ব্লগি
২| ১৫ ই মে, ২০১৮ ভোর ৫:১৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২০
তারেক_মাহমুদ বলেছেন: কবির ভাষায়- ‘মা বড় ধন সবচে আপন, নেইকো যাহার তুল্য; এক ফোঁট দুধ অনেক দামি, কে দিবে তাঁর মূল্য’ খুবই মুল্যবান কথা, মা মানুষের সবচেয়ে বড় সম্পদ। শুভ ব্লগিং।