![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412
তিনরাস্তার মাঝে কর্নারে দাঁড়িয়ে আছি, আমি এবং আমার সাথে এক বড় ভাই। প্রায় মাস দুয়েক আগে। ঘটনাটি বর্ণনা করলাম আজ আরেকজনের একটা কথা শুনে। দুজনেই দাঁড়িয়ে গল্পে মজেছি এর মাঝে আমাদের সামনে হঠাৎ উদয় হলো একজোড়া কপোত কপোতী।
বড়ভাই হঠাৎ চমকিয়ে উঠলো,উঠেই আমাকে তার নিজ আঞ্চলিক ভাষায় বলতে শুরু করলো যদিও আঞ্চলিক ভাষা বুঝতে আমার কষ্ট হই নাই কেননা ওই অঞ্চলের আমিও।
কিরে ইয়ামিন এটা মুই কি দেখোছো, বলে উঠলাম কেন কি দেখলেন? বললো দেখ যে মেয়েটা ওই ছেলেটার হাত ধরে হাটোছে, এটা আমার বন্ধুর বউ গত মাস খানিক হলো ওদের বিয়ে হয়েছে,বিয়েতে আমিও ছিলাম। আর আজ কোন ছেলের হাত ধরে হাটোছে।
বললাম, সত্যি তো? এটা আপনার বন্ধুর বউ?
বললো মুই মিথ্যা কেন কইম, মোর ঠেকা পড়েছে। দাড়া মুই মোর বন্ধুক ফোন দেও। চোট করে পকেট থেকে ফোন করে দিলো কল। ওপাশ ফোন ধরেই যেরকম কথা বুঝতে বাকি ছিলনা তাদের বন্ধুত্ব কতটা ঘনিষ্ঠ।
এর পর বন্ধুকে বললো তোর বউ কই, ওনার বন্ধু উত্তরা থেকে মিরপুর এতটা দুরুত্তে ড্রাইভিং চাকরি করতো আর এই জন্য সকালে বাসা থেকে বের হয়ে রাতে ফিরতো বাসায়।কিছুক্ষণ পরেই ফোন আসলো বলতেছে এই একটু বাজারে গেছে নাকি।
বড় ভাই আর কিছু বললো না, রাতে বন্ধু বাসায় ফিরলে বন্ধুর বাসায় যাবে মনস্থির করলো। গেছিলোও বটে, বন্ধু কে একান্তে ঘটনার বিস্তারিত খুলেও বলেছে। কিন্তু আমি একটা ঘোরের মধ্যে ছিলাম।
তবে এই পরকিয়া এমন একটা মহামারি ব্যাধি,এই ভাইরাসে প্রায় মানুষ আক্রান্ত।এরা লাজ শরমের মাথা খেয়েনিজেদের অবস্থান,বয়স ভুলে, শুধু নিজের স্বামী বা স্ত্রীকে ধোকা দেই না।
এরা নিজেদের ও ধোকা দেয়, এদের ধোকা জন্য সুন্দর পরিবার বলি হয়, বাচ্চাদের ভবিষ্যত নষ্ট হয়, এরা এত দুশ্চরিত্র, দুশ্চরিত্রা এরা ভুলে যায় নিষ্পাপ বাচ্চাদের মুখ।
ঘৃণা করি পরকিয়া ।।
©somewhere in net ltd.