নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষে আমাদেরকে অশান্তিতে রাখে না। মানুষ আমাদেরকে যন্ত্রণা দেয় না। আমাদের বরং নিজের দিকে তাকানো উচিৎ , নিজের গভীরে, হৃদয়ে, নিজের সত্ত্বার গভীরে। আমরা যে ঘটনাতে ত্যক্ত-বিরক্ত, সেই ঘটনাতেই দিব্যি আরেকজন হাসিমুখে কাটাচ্ছে জীবন। কষ্ট-যন্ত্রণা ঘটনার মাঝে নয়

অনুতপ্ত হৃদয়

স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412

অনুতপ্ত হৃদয় › বিস্তারিত পোস্টঃ

মানবতার অবমাননার ফলই বৃদ্ধাশ্রম,বৃদ্ধাশ্রম নিয়ে কিছু কথা।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২৬

মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক চিরদিনের।মায়ের সাথে কথা বলার পর এতটা প্রশান্তি পাই যে বলে বুঝাতে পারবো না…………

মা দিবসে অনেকেই মাকে নিয়ে লিখেছে, লিখতে যে প্রসঙ্গ টা উঠেছে তা বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম কে দেশ থেকে উৎখাত করে দেওয়ার মত লেখা চোখে পড়েছে।এই উৎখাতের সাথে সহমত/একমত কোনোটাই আমি নই।

বৃদ্ধাশ্রম এটা নিয়ে একটি আর্টিকেল বেরিয়েছিল । অনেক বৃদ্ধ বৃদ্ধার ইন্টার্ভিউ নেওয়া হয়েছে তাতে তারা বলেছিলো সেখানে ভালই আছে. আবার কিছু ক্ষেত্রে এটা একাকিত্ব এনে দেয়।তবে কোনো অত্যাচারী ছেলে মেয়ের থেকে সুরক্ষিত থাকতে অনেক অসহায়ের সহায় হয় এই আশ্রম, তাহলে মন্দ কি এখানেই সুখি আছি। সমাজের প্রতিষ্ঠিত শিক্ষিত ছেলে মেয়ের বাবা মায়েরাই এই আশ্রমে আশ্রিত।

যারা মায়ের গর্ভে জন্ম নিয়েও সন্তান না হয়ে শয়তান হয়ে গিয়েছে, তাদের মা-বাবার জন্য-ই বৃদ্ধাশ্রম ! বৃদ্ধাশ্রম হয়ত অনেক ক্ষেত্রে অন্যায়,সন্তানদের অকৃতজ্ঞতার ফল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বৃদ্ধ বৃদ্ধা রা নিজের থেকে এই আশ্রম বেছে নিয়েছে।

যে সকল মা বাবা তাদের সন্তান দের অতি আদরে, নিজে না খেয়ে সন্তানদের লালন পালন করেছেন তারাই আজ মূলত বৃদ্ধাশ্রমে। শত কষ্ট করে যে মা বাবা তার আদরের সন্তানদের মানুষের মত মানুষ করে তুলেছে। তাদের উচ্চশিক্ষিত করে তুলেছে সেই মা বাবাদের কে পুরস্কার স্বরূপ বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে। তারা হয়ত পাপ করেছিল এর ফল ভোগ করবার জন্যে আজ বৃদ্ধাশ্রম তাদের ঠিকানা।

যিনি ১০ মাস ১০ দিন গর্ভে রেখে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন, যারা কোলে-কাঁধে নিয়ে বড় করেছেন। অবাধে মল-মূত্র পরিষ্কার করেছেন। তাঁদের প্রতি অবিচার করার জন্যই এই বৃদ্ধাশ্রম।

অমানবিকতা , অকৃতজ্ঞতার আরেক নাম বৃদ্ধাশ্রম যেখানে মা ও বাবাকে রাখে তার কুলাঙ্গার সন্তান । যে মা /বাবা না থাকলে পৃথিবীর চেহারা দেখতে পেত না সে আপন মানুষ গুলো কে বৃদ্ধাশ্রমে রাখা হয় ।

তবে কুলাঙ্গার সন্তানের যন্ত্রনার হাত থেকে বৃদ্ধ পিতা মাতার নিস্কৃতির জন্যে হলোও ''বৃদ্ধাশ্রম'' সমাজে বড়ই প্রয়োজন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ রাত ৯:২৭

শাহানসাহ আহম্মেদ বলেছেন: বাস্তব কথা

১৫ ই মে, ২০১৮ রাত ৯:৪৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.