| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুতপ্ত হৃদয়
স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412
নিজেকে মুসলমান দাবি করি আর মুসলিম হতে চাই, নামে নয় কাজে মুসলিম হতে হবে ।
-- আপনারা সকলেই বিজ্ঞ তারপরও কিছু অনুরোধ।
১. যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন কর।
২. যদি সবচেয়ে বড় আলেম হতে চাও তবে তাকওয়া অর্জন কর।
৩. যদি সবচেয়ে বেশী সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা বন্ধ করে দাও।
৪. যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির কর।
৫. যদি রিযিকের প্রশস্ততা চাও তবে সর্বদা ওজুর সাথে থাকার চেষ্টা কর।
৬. যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা কর তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকো।
৭. যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গুনাহমুক্ত উঠতে চাও তবে সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে নাও।
৮. যদি কেয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও।
৯. যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তবে আল্লাহর ফরজ বিষয়াদির প্রতি যত্নবান হও।
১০. যদি জাহান্নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদাপদে সবর কর।
১১. যদি আল্লাহ তায়ালার রাগ থেকে বাঁচতে চাও তবে গোপনে সদকা কর, আত্নীয়তা রক্ষা করে চলো এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও।
" হে আল্লাহ্ আমাদের সকল কে রাসূল (সাঃ) উপদেশ মেনে চলার তৌফিক দান করুন - আমিন।"
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ ভাই
২|
২২ শে মে, ২০১৮ রাত ৯:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকৃত হলাম।
২২ শে মে, ২০১৮ রাত ৯:৩৭
অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ ব্লগে আমি নতুন ভুলত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই
৩|
২২ শে মে, ২০১৮ রাত ১১:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর লেখা!
আমার জন্য ৩ ও ১১ প্রযোজ্য...![]()
২৩ শে মে, ২০১৮ রাত ১:৪৭
অনুতপ্ত হৃদয় বলেছেন: অনেক অনেক খুশি হলাম ভাই,………
জানিনা কতটুকু আমল করতে পারি কিন্তু চেষ্টা করতে মানা নাই।
ধন্যবাদ প্রিয় ভাই
৪|
২৩ শে মে, ২০১৮ রাত ২:১৬
উদাস মাঝি বলেছেন: যদিও বেশিরভাগ ই আগে থেকেই জানতাম ,
তবুও আরেকবার স্মরণ করে দেয়ার জন্য ধন্যবাদ প্রাপ্য আপনার ।
অফটপিকঃ কেমন আছেন ভাই সাহেব ? ![]()
২৩ শে মে, ২০১৮ রাত ২:২৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: আগেই বলে রেখেছি বিজ্ঞদের মাঝে আমার একান্ত কিছু অনুরোধ।
আলহামদুলিল্লাহ্ অনেক ভালো আছি শারীরিক দিক থেকে।
আমার আম্মার শরীর টা ভালো না তিনি অনেকদিন যাবৎ অসুস্থতায় আছে।
দোয়া করবেন।
৫|
২৩ শে মে, ২০১৮ রাত ২:২৭
উদাস মাঝি বলেছেন: আপনার মাকে আমার সালাম দিবেন ।
ইনশাআল্লাহ্ সুস্থ হয়ে উঠবেন তিনি।
২৩ শে মে, ২০১৮ রাত ২:২৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ ভাই
৬|
২৩ শে মে, ২০১৮ রাত ২:৩৩
উদাস মাঝি বলেছেন: ইয়া আমিন আলি নাম দেয়া আছে নাহ ?
রিকু দিসি ![]()
৭|
২৪ শে মে, ২০১৮ দুপুর ১:২৮
কবীর বলেছেন:
আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুক ।।
২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩২
অনুতপ্ত হৃদয় বলেছেন: আমিন
৮|
২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: মুসলিম হওয়ার আগে মানুষ হতে হবে। ভালো মানুষ।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০
শামচুল হক বলেছেন: দারুণ পোষ্ট