নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছুর প্রত্যাশায়।

অচেনা আজাদ

আপাততো শিখতেছি.।

অচেনা আজাদ › বিস্তারিত পোস্টঃ

নেতৃত্ববোধ।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

সমাজে ভালো ভাবে, সুখে শান্তিতে বসবাস করার জন্য প্রয়োজন সৎ মানুষের সঠিক নেতৃত্ব, সঠিক সময়ে। আমাদের সমাজে এমন ও হাজার মানুষ আছে যারা সৎ, কর্মঠ। সবসময় সততার সাথে জীবন যাপন করে। কিন্তু সমাজের কোনো একটা বিপদের মুহুর্তে তারা সঠিক সমাধান নিয়ে এগিয়ে আসে না। তারা ভাবে, তারা না আসলে কোনো সমস্যা ই হবে না। নিশ্চয় অন্য কেউ আসবে। হ্যাঁ, এটা ঠিক যে, একসময় কেউ না কেউ এগিয়ে আসে। কিন্তু অনেক সময় দেখা যায় কেউ এগিয়ে আসে ঠিক ই। কিন্তু সমাধান নিয়ে না, আরো সমস্যা নিয়ে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে, সমস্যা শুরু হওয়ার সাথে সাথেই যদি সঠিক সমধান নিয়ে কেউ এগিয়ে আসতো তাহলে দেখা যেতো সমস্যার শুরুতেই সমাধান হয়ে গেছে। মুলত বুঝাতে চাচ্ছি নেতৃত্বের অভাববোধ টা কে। আমি ব্যাচেলর বাসায় থাকি ব্যাচেলর মানুষ বলে। এই ব্যাচেলর বাসায় ও ছোট খাটো বিষয় নিয়ে কত সমস্যার সম্মূখীণ হতে হয় মাঝে মাঝে। যে সমস্যা গুলোর সমাধান দুই একটা কথা তেই হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে দেখা যায় এই দুই একটা কথা বলার মত লোক পাওয়া দুস্কর। যদি ও আমরা যারা একসাথে থাকি প্রত্যেকেরই দুই চার টা কথা বলার মত কোয়ালিটি থাকে, থাকেনা শুধু নেতৃত্ববোধ। আমি ব্যক্তিগত ভাবে মনে করি প্রত্যেক শিক্ষিত মানুষের সততার সাথে নেতৃত্ববোধ ও থাকা চাই। কেনোনা সততা প্রকাশ করার জন্যই তো দরকার সঠিক সময়ে সঠিক নেতৃত্ব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

অস্পর্শী মানব বলেছেন: পড়ে ভাল লাগল ।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

অচেনা আজাদ বলেছেন: ধন্যবাদ। আরো ভালো লাগতো যদি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে যত তুকু সম্ভব নিজের মতামত প্রকাশ করি সমাজের যে কোনো সমস্যা সমাধানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.