![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সবসময় উচিৎ মূখ্য বিষয় টা কে গুরুত্ব দেওয়া।এই ধরেন, এক দিনের জন্য আপনি কোথাও ঘুরতে গেছেন বন্ধু-বান্ধব নিয়ে। সাধারণত আমরা একদিনের জন্য কোথাও ঘুরতে গেলে দুপুরের খাবার টা ঐ জায়গা সংলগ্ন কোনো হোটেল বা রেষ্টুরেন্ট এ খেয়ে থাকি। যখন ই আমাদের এই ধরণের হোটেল বা রেষ্টুরেন্ট এ খেতে হয় দুপুরের খাবার, তখন মাঝে মাঝে দেখা যায় কোনো কোনো জায়গার হোটেল বা রেষ্টুরেন্ট গুলো প্রয়োজনের তুলনায় সঠিক ভাবে সেবা দিতে পারে না। এর একটা কারণ ও আছে। সেটা হলো, আমাদের দেশে এমন কিছু যায়গা আছে দেখার মত যেখানে পর্যটকদের খাবারের জন্য প্রয়োজনের তুলনায় হোটেল/রেষ্টুরেন্ট কম। তো, এই ধরণের জায়গা গুলোতে যদি কখনো যাওয়া হয়, অথবা এমন কোনো জায়গায় গেলেন যেখানে খাবার হোটেলের সংখ্যা কম, অথবা হোটেল গুলো প্রয়োজনের তুলনায় সেবা দিতে পারছে না, তখন আমাদের উচিৎ হবে সে গুলো কে আমলে না নিয়ে যে সেবা অথবা যতটুকু সেবা দিচ্ছে সে গুলো কে সঠিক ভাবে ব্যবহার করা অন্তত ঐ দিনের জন্য হলেও। বিষয় টা নিয়ে লিখার কিছুই ছিলো না। কিন্তু লিখলাম এ জন্য যে, কিছু দিন আগে আমি আর আমার কিছু ফ্রেন্ড একটা যায়গায় ঘুরতে গেলাম। দুপুরের খাবারের জন্য একটা হোটেল এ ডুকলাম সেখানকার।কিন্তু সে হোটেল এ আমাদের প্রয়োজনের তুলনায় খাবার সরবরাহ করা হচ্ছিলো খুব ই ধীর গতিতে। এতে করে কেউ বেশি খেতে লাগলো আবার কেউ একেবারেই কম। যারা কম খাচ্ছিলো তারা তাদের চাহিদা মত খাওয়ার জন্য খাওয়ার মাঝেই অপেক্ষা করছিলো। ব্যাপার টা ঐ সময়ের জন্য মোটেই ভালো দেখাচ্ছিলো না। কারণ, সবাই যদি মিলে মিশে খাবার গুলো খেত, তাহলে ঐ অবস্থার সৃষ্টি হতো না। ওই সময় আমাদের সবার উচিৎ ছিলো খাবার গুলো সবাই ভাগ করে খাওয়া। সবচেয়ে বড় কথা হলো, আমরা কিন্তু ঐ জায়গায় খাইতে যাই নাই, দেখতে গেছিলাম। তাই ঐ দুপুরের খাবার টা সবাই একটু কম খেলে ও আমার মনে হয় কোনো সমস্যা হতো না। সমস্যা যেটা হইছে সেটা হলো, সবাই ভালোভাবে খেতে গিয়ে কিছু টা অতিরিক্ত সময় নষ্ট করছে। যে সময় টুকু তে আমরা আরো একটু বেশি যায়গা টা দেখতে পারতাম।
©somewhere in net ltd.