![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ের আগে ছেলের চাকরি ও পরিবার এবং মেয়ের স্বভাব,
পড়াশুনা বা সৌন্দর্য নিয়ে যতটা জল্পনা কল্পনা ও গবেষণা
করা হয়, রক্তের গ্রুপ নিয়ে কি সেভাবে চিন্তা করা হয়?
অনেকে হয়তো অবাক হচ্ছেন, বিয়ের সাথে স্বামী স্ত্রীর
রক্তের গ্রুপ কিভাবে সম্পর্কিত? রক্তের গ্রুপ স্বামী স্ত্রীর
অনাগত সন্তানের জীবন ঝুঁকির কারণ হতে পারে। চলুন,
বিস্তারিত জানা যাক।
রক্তের গ্রুপ কী?
রক্তকে প্রধানত ২ গ্রুপে বিভক্ত করা হয়।
এ বি ও সিস্টেম (ABO system)ঃ এরা রক্তের গ্রুপ
নির্ধারণ করে। যেমনঃ ‘এ’(A), ‘বি’(B), ‘এবি’(AB) এবং
‘ও’(O)।
আর এইচ ফ্যাক্টর (Rh factor)ঃ এরা নির্ধারণ করে রক্তের
গ্রুপ পজিটিভ হবে না নেগেটিভ। যেমনঃ A+, A-, B+, B-,
AB+, AB-, O+ এবং O- ।
রক্তের গ্রুপিং কেন করা হয়?
Rh ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Rh নেগেটিভ গ্রুপের
ব্যক্তির শরীরে যদি Rh পজিটিভ গ্রুপের রক্ত দেওয়া হয়
তাহলে প্রাথমিক অবস্থায় কিছু হবে না। এই পজিটিভ রক্তের
বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। ফলে ২য় বার যদি
আবার পজিটিভ রক্ত দেয়া হয় তাহলে রক্তের কোষগুলো
ভেঙ্গে যাবে যার ফলে ব্যক্তি জ্বর, কিডনি ফেইল বা হঠাৎ
মৃত্যুর দিকে অগ্রসর হতে পারে।
স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া ভাল?
স্বামী ও স্ত্রীর রক্তের Rh এক রকম থাকতে হবে। স্বামীর
Rh পজিটিভ হলে স্ত্রীরও Rh পজিটিভ হতে হবে। নেগেটিভ
হলে নেগেটিভ। স্বামীর Rh পজিটিভ হলে স্ত্রীর Rh
নেগেটিভ হওয়া যাবেনা। তবে স্ত্রীর Rh পজিটিভ হলে আর
স্বামীর Rh নেগেটিভ হলেও কোন সমস্যা নেই। স্বামী-
স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সমস্যা হয় না।
©somewhere in net ltd.