নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

কাউকে ফ্রি কিছু দেবার আগে দশবার ভাবুন

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০১

কাউকে ফ্রি কিছু দেবার আগে দশবার ভাবুন

বাংলাদেশে এক বাবা তার ছেলের সংসার সাজাতে নতুন একটা ফ্রিজ কিনে দিলেন। ছেলের আবার কিছু কুঅভ্যাস আছে। সে মাত্র তিন হাজার টাকায় ফ্রিজটি এক দোকানে বিক্রি করে দিয়ে বাবাকে আরেকটি ফ্রিজ কিনে দেবার আবদার জানালো। বললো, ফ্রিজটা নাকি নষ্ট হয়ে গেছে।

বাবা তো আকাশ হতে পড়লেন! তিনি ভাবতেই পারছিলেন না ছেলে কি করে মাত্র তিন হাজার টাকায় এতো দামি একটা ফ্রিজ বিক্রি করে দিলো? বাস্তবতা হলো, বাবা মোটা অংকের অর্থ হারালেও ছেলের তো এক পয়সাও ক্ষতি হয়নি। বরং, ওর তিন হাজার টাকা লাভ হয়েছে। কাউকে মাগনা কিছু দিলে এমনই হয়।

তবে সুখবরও একটা আছে। তা হলো, যে দোকানে ছেলে ফ্রিজ বিক্রি করেছে সেই দোকানি ছেলেটির বাবাকে ভালো মানুষ হিসেবে জানেন। তাই, দোকানি মাত্র দুহাজার টাকা বাড়তি নিয়ে ওই বাবার কাছে ফ্রিজটি ফেরত দিলেন। এই ফ্রিজটিই বাবা আবার ছেলের বাসায় পাঠিয়ে দিলেন। বাবার মন বলে কথা!

এটি কোন কল্পকাহিনী নয়। আমার চেনাজানা মহলের একটি সত্য ঘটনা। ছেলে-মেয়ে বা, অন্য কাউকে দামি কোন জিনিস ফ্রি দেবার আগে ভাবুন, এই ফ্রি জিনিসটার মূল্য সে বা তিনি বুঝবেন তো? এই কারণেই আমি কাউকে একেবারে ফ্রি ইমিগ্রেশন পরামর্শ দেই না; নামমাত্র হলেও ফি নেই।

কাউকে ফ্রি কিছু দেবার আগে দশবার ভাবুন

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:২২

কবিতা ক্থ্য বলেছেন: কেমনে কি ?
এইটা কি ভাবে সম্ভব?

২| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন বাবার ছেলেরা এমনই হয়।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মানুষ মাগনা পেলে সেটার মর্ম বুঝে না।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: এমনি এমনিতে কিছু পেলে তার মর্যাদা মূল্যায়ন করা যায়না। তা সে আপনজন বা পর যেই হোক।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ফ্রী জিনিসের মূল্য কমই থাকে।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

পদ্মপুকুর বলেছেন: আমি এক আত্মীয়জনকে এরকম একটা সাহায্য করে এখন খুব মুশকিলে পড়েছি।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

ওমেরা বলেছেন: ফ্রীতে পাওয়া জিনিসের কদর থাকে না যেমন সত্যি তেমনি ফ্রীতে পাওয়া জিনিস হয় মানহীন এটাও সত্য।
তবে বাবা আর ছেলের বিষয়টা ভিন্ন।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.