নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

গরিবের বিয়ে

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:১৯

ছবিটি গরিবের।

গরিবের কথাটি বলেছি যথার্থ অর্থেই। কারণ, এমন ছবিতে কনের গলায় জড়িয়ে থাকার কথা ছিল বিভিন্ন আকারের ঝলমলে সোনার হার। অথচ, স্বর্ণ বলে তেমন কিছুই দেখা যাচ্ছে না মেয়েটির গলায়।

আমাদের বিয়েতে স্বর্ণ ধরা হয়েছিল পাঁচ ভরি। কিন্তু, আমার যে আর্থিক অবস্থা, পাঁচ ভরি সোনার টাকা কোথায় পাবো? স্বর্ণ তো আর গাছে ধরে না! তাছাড়া, চাকুরীতে এধার-ওধার করে কনের গলায় কাড়িকাড়ি স্বর্ণ জড়িয়ে এমন একটি সোনার টুকরো মেয়েকে কলংকিত করতেও মন চাইছিলো না।

যাক, স্বজনদের সহযোগিতায় সাড়ে চার ভরি পর্যন্ত জোগাড় করা সম্ভব হয়েছিল। তবে, আমাদের এক সুহৃদ তখন প্রস্তাব দিয়েছিলেন কিছু ভেজাল ঢুকিয়ে দিয়ে পাঁচ ভরি বানিয়ে দিতে। তা আমি করিনি। আল্লাহর রহমতে আমার সে সুহৃদ এখন ঢাকা শহরে ষোলো তলা ভবনের মালিক।

আমার শ্রদ্ধেয় দুলাভাই, প্রফেসর পাটোয়ারী, স্বর্ণ নিয়ে গিয়েছিলেন কনের বাসায়। কিন্তু, ওজনে খানিক কম জেনে তিনি আমার শ্বশুরপক্ষের কারো হাতে স্বর্ণ হস্তান্তর করতে স্বাচ্ছন্দবোধ করছিলেন না; মানে, নিজের কাছেই রাখছিলেন। বিষয়টা নজরে পড়েছিল মামার (কনের মামা)।

মামা ক্লিয়ারিং-ফরওয়ার্ডিং-শিপিং ইত্যাদি কাস্টমস সংশ্লিষ্ট বাণিজ্যের সাথে সম্পর্কিত পোড়খাওয়া মানুষ। কার মনে কি খেলে তিনি চেহারা দেখেই বলে দিতে পারেন। এমন মানুষের চোখ এড়ানো কি অতো সহজ? তিনি স্বর্ণ ওজন করে দেখার জোর আগ্রহ প্রকাশ করলে দুলাভাই তাঁর কানে কানে কিছু একটা বললেন। তারপর ওই স্বর্ণ আর ওজন করে দেখা হয়নি। মামারা কিন্তু চকরিয়ার সবচেয়ে বড়ো জমিদার পরিবারের আওলাদ! দুধেভাতে মানুষ; তাই, গরিবের অবস্থা খুব সহজে না বুঝারই কথা।

আমার সহধর্মিনীর বড়ো ভাই বা বাবা ছিলেন না। তাই, মামা-চাচাদেরই বিয়েশাদির আয়োজন সামলাতে হয়েছে। (বিয়ের আগে) মামাকে পাঠানো হলো আমাদের গ্রামের বাড়ি দেখে আসতে। তিনি বাড়ি ঘুরে আসার পর তাঁর বোন, মানে, আমার শাশুড়ি মা জানতে চাইলেন বাড়িঘর দেখতে কেমন? ফ্যাকাশে মুখে মামা তখন বলেছিলেন, 'কই, বাড়িঘর বলে তো তেমন কিছু দেখলাম না!'

তিনি কিন্তু এতটুকু ভুল বলেননি। আসলে বিয়েশাদি আল্লাহর হুকুম বা ভাগ্যের ব্যাপার। অনেকে গাড়িবাড়ি থেকেও ঠিক সময়ে বিয়ে করতে পারেন না, আবার আমার মতো অনেকে নিঃস্ব হয়েও কোন ঝুট ঝামেলা ছাড়াই সময়মতো বিয়ে করে হেসেখেলে যুগ যুগ কাটিয়ে দেয়।

এম এল গনি/ কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


চট্টগ্রামে বিয়ে মোটামুটি সহজই, আরেকটা করেন।

০৭ ই মার্চ, ২০২১ রাত ১১:০৫

এমএলজি বলেছেন: ভাইজান, ব্যাপারটা অতো সোজা না। আপনার ভাবি কিন্তু বিসিএস ক্যাডার!

২| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



একজন বিসিএস ক্যাডার থেকে ২ জন বিসিএস ক্যাডারের ক্ষমতা ও কাজ বেশী হওয়ার কথা

৩| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৫

ওমেরা বলেছেন: ছবিটা প্রথমে দিলে ভালো লাগতো।

কয় যুগ পার হলো বিয়ের ?

০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:০২

এমএলজি বলেছেন: দুই যুগ।

৪| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: ধর্ম মতে বিয়ে ধুমধাম করে করা উচিত নয়।

৫| ০৮ ই মার্চ, ২০২১ ভোর ৬:১০

কবিতা ক্থ্য বলেছেন: আল্লাহ আপনাকে সুখী ও সমৃদ্ধ জীবন দান করুন।

০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৩

এমএলজি বলেছেন: অশেষ ধন্যবাদ!

৬| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের দৈন্য দশা
জেনে মনক্ষুন্ন হলাম। তবে এখন আর সেই দশা নেই
আশা করি।
অ.ট. সৈয়দ আতিকুর রহমান নামে কোন ইমিগ্রেশন
কনসালটেন্টকে চিনেন?

০৯ ই মার্চ, ২০২১ রাত ১২:১৫

এমএলজি বলেছেন: কানাডার অনুমোদিত সকল কনসালটেন্টের (RCIC) তথ্য এই লিস্টে পাবেন। নাম না থাকলে উনি ভুয়া। লাস্ট নেইম লিখে চেক করতে পারেন। আমার লাস্ট নেইম: Gani

https://iccrc-crcic.ca/find-a-professional/

৭| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: গরীবরাই বেশী বিয়ে করে।

৮| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৯

মেহেদি_হাসান. বলেছেন: আপনাদের জন্যে শুভকামনা। আপনার স্ত্রী দেশে থাকেন?

০৯ ই মার্চ, ২০২১ রাত ১২:১১

এমএলজি বলেছেন: না, চাকুরী ছেড়ে দিয়েছে কানাডা ইমিগ্রেশন হবার পর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.