নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

বই কিনুন লেখার মান দেখে, বিজ্ঞাপনের মাত্রা বা, কে লিখেছেন তা দেখে নয়।

২৪ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৯

স্কুলে পড়াকালীন আমার এক সহপাঠী-বন্ধু ছিল। বড়োলোকের ছেলে। কারে (car) চড়ে স্কুলে আসতো। কারের ড্রাইভার ছিল অল্পবয়সী এক তরুণ। ওই তরুনের কাছে কিছু 'বই' ছিল। বই না বলে চটি বলাই ভালো। আমার স্কুলের সহপাঠীদের যারা আমার সাথে ফেইসবুকে কানেক্টেড তাদের এ বিষয়টা ভোলার কথা নয়।

বন্ধুর সাথে ড্রাইভারের অতিশয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে 'বইগুলো' সেও পড়ার সুযোগ পেতো। সে আমাদের আরো কয়েক বন্ধুর সাথে এই অতি গোপন বইগুলোর কথা শেয়ার করায় আমাদের অনেকেই ওই বন্ধুর ভক্ত হতে হতে রীতিমতো বন্ধুসভা তৈরী হলো। ধীরে ধীরে বইগুলোর চাহিদা বেড়ে হলো আকাশচুম্বী। ড্রাইভার সমানে ওই বইয়ের কপি বিক্রী করতে লাগলো আড়ালে।

আমি মূল বই না পেলেও বইয়ের অংশবিশেষের ফটোকপি পেয়েছিলাম। খুব সম্ভব তখন আমরা ক্লাস এইটে পড়ি। তবে এই বইয়ের বিশেষত্ব হলো, এগুলো এতটাই রসালো ছিল যে বইগুলো পড়াকালীন নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে হতো। মনে হতো, অনেক বড়ো হয়ে গেছি। আমার ধারণা, এ ধরণের বই গ্রন্থমেলায় বিক্রির যোগ্য বিবেচিত হলে এগুলোই সর্বাধিক বিক্রিত বই বিবেচিত হতো। ...

সেই থেকে শিখেছি, বই বিক্রির সংখ্যা যে সবসময় বইয়ের কোয়ালিটি নির্দেশ করে তা কিন্তু না। আপনি একটা সিন্ডিকেট তৈরী করে যে কোন পণ্যের মতো বই বিক্রির সংখ্যাও বাড়াতে পারেন। এছাড়া আজকাল অনেকে কালো টাকা সাদা করতেও নাকি বই বিক্রির সংখ্যা অনেক বাড়িয়ে বলেন।

তাই, বই কিনুন লেখার মান দেখে, বিজ্ঞাপনের মাত্রা বা, কে লিখেছেন তা দেখে নয়। দৈবচয়ন পদ্ধতিতে দু'তিন পৃষ্ঠায় চোখ বুলালেই কোয়ালিটি বুঝা যায়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪২

সোহানী বলেছেন: বই না পড়ে বই এর মূল্যায়ন কিভাবে হবে?

২৪ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৭

এমএলজি বলেছেন: দু'তিন পাতায় দ্রুত চোখ বুলালে টের পাওয়া যায়।

২| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: বইয়ের বিজ্ঞাপনে নিম্নমানের বইও বেশী কাটতি হয়-ঠকে পাঠক।

৩| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৭

সাজিদ উল হক আবির বলেছেন: পোস্টের সঙ্গে একমত। মুহুর্মুহু মার্কেটিং, ফেসবুক প্রমোশন, আর উদীয়মান লেখক - লেখিকার মডেলের মতো ছবির চাপে লেখার মান মনে হয় বইকেনার ক্ষেত্রে এখন আর কেউ বিবেচনাতেই রাখে না। রকমারিতে বইয়ের কন্টেন্ট চেক করা যায় বই কেনার আগে।

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৯

এমএলজি বলেছেন: কেবল নতুনদের দোষ দিয়ে লাভ নেই। বিখ্যাত লেখকরাও এজেন্ট নিয়োগ করে বিভিন্নভাবে ফেইসবুকে নিজেদের বইয়ের গুনগান করিয়ে নির্লজ্জ্বভাবে নিজেদের ওয়ালেই ওসব শেয়ার করছেন।

৪| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩২

ওমেরা বলেছেন: পয়সা থাকলে বই কিনুন বই কিনে কেউ ঠকে না। বই পড়লে কিছু না কিছু জ্ঞান হবেই।

৫| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: বই পড়লে কেউ ঠকে না। তবে এত এত বই। অথচ জীবন ছোট। তাই ভালো বই পড়া দরকার।

৬| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবার জ্ঞান সমান । তবে কিছু কিছু কথা তার বইয়েও থেকে যায় যা শেখা যায়

অথবা অনুকরণীয়ও হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.