নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

‘শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও’

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৪

আমাদের সবার উচিত শ্রমিকদের বেতন-ভাতা দেরি না করে পরিশোধের উদাত্ত আহবান জানানো। আমরা নিজেরা মাঠ পর্যায়ের শ্রমিক না হলেও তাঁদের কথা আমাদের মাথায় রাখতে হবে। ইসলাম ধর্মেও এ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আছে। রোযার নামে কেবল উপবাস করলে চলবে না, ইসলামের নির্দেশনাও মানতে হবে।

রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, ‘শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও’ (সুনানু ইবনে মাজাহ)। নবী করিম (সা.) আরো বলেন, ‘তিন ধরনের ব্যক্তি আছে কেয়ামতের দিন আমি যাদের দুশমন হবো। আর আমি যাদের দুশমন হবো তাদের আমি লাঞ্ছিত ও পর্যুদস্ত করে ছাড়ব। উক্ত তিনজনের মধ্যে একজন সে যে কোনো শ্রমিককে খাটিয়ে নিজের পুরোপুরি কাজ আদায় করে নেয়। কিন্তু তার উচিত মজুরি প্রদান করে না।’ (সহিহুল বুখারী)।

https://www.dailyjanakantha.com/details/article/569560/বাঁশখালীতে-ত্রিমুখী-সংঘর্ষ/

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক শ্রমিক ভালো কাজ করে না। অথচ প্রচুর পারিশ্রমিক নেয়।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২

শেরজা তপন বলেছেন: নিজের কাজটাও কিন্তু পুরোপুরি আদায় করে নিতে হবে- সবাই শুধু শ্রমিকের অংশের কোট টা দেয়- আগেরটুকু বলে না!!!

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যারা নিয়মতি কর্মী হিসাবে চাকরি করেন তারা মাসের শেষে বেতন পান।
ততদিনে ঘাম শুকিয়ে লবণ হয়ে যায়।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৯

এমএলজি বলেছেন: 'ঘাম' এখানে রূপক অর্থে। এর মানে হলো, তাড়াতাড়ি বা দেরি না করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.