নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক ভাইরা সময়মতো সোচ্চার হলে এই লেজেগোবরে অবস্থা হতো না =

১৯ শে মে, ২০২১ সকাল ১১:২৭

সাংবাদিক ভাইরা সময়মতো সোচ্চার হলে এই লেজেগোবরে অবস্থা হতো না =

আমি সাংবাদিক নই, তবে, পত্রিকায় লেখালেখির কারণে আমার কিছু সাংবাদিক বন্ধু আছে। সঙ্গতকারণেই আমি তাঁদের শুভাকাঙ্খীদের অন্যতম।

তাই, নিচের কথাগুলোর প্রতি দেশের সাংবাদিক ভাই-বোনদের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি। কথাগুলো বলেছিলেন জার্মান কবি Martin Niemöller

"যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিল, আমি কোনো কথা বলিনি, কারণ আমি কমিউনিস্ট নই।

তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল, আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই।

তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে, আমি তখনও চুপ করে ছিলাম, কারণ আমি ইহুদি নই।

আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি টুঁ শব্দটিও উচ্চারণ করিনি, কারণ আমি ক্যাথলিক নই।

শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে, আমার পক্ষে কেউ কোন কথা বলল না, কারণ, কথা বলার মত তখন আর কেউ বেঁচে ছিল না।"

সাংবাদিক নিপীড়ণের সাম্প্রতিক ঘটনাগুলোতে আপনারা সোচ্চার হলে আজ নিজেদের লোকের গায়ে কেউ হাত তোলার সাহস পেতো না। 'সিলেক্টিভ জার্নালিজম' হলুদ সাংবাদিকতারই ভিন্নরূপ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: ভদ্রমহিলার মতোন অনুসন্ধানী সাংবাদিক এখন পরিস্থিতির কারনে কমে গেছে, এরপরে যে দুই একজন আছেন তাদের যদি সরকারী অফিসে আটকে রেখে নাজেহাল করা হয় তাহলে তা পরবর্তীতে দেশের জন্য বিপদ হবে।

২| ১৯ শে মে, ২০২১ বিকাল ৪:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: বড় সাংবাদিকদের অনুসারি ছোট সাংবাদিকরা এভাবে মাঝে মাঝে ধরা খাবে। বড়রা ধরা খাবে না কারণ তারা জানে কি লেখা যাবে না। আর তাদের সাথে এক ধরণের অলিখিত চুক্তি আছে। ছোটরা তালে তালে অনেক কিছু লিখে ফেলবে এবং ধরা খাবে। বড়রা তার বিপরীতে কিছু প্রতিবাদ করবে আর সহানুভূতি জানাবে। বড়রা ঠিক না হলে ছোটরা এভাবে বিপদে পড়তে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.