নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পর খোলা মাঠে কয়েক পরিবারের সাথে আড্ডায় বসলাম। বাঙালির আড্ডায় রাজনীতি তো থাকবেই। টুটুল আর শিমুলের আলোচনা বেশ জমে উঠেছে।
টুটুল: বিদেশে কর্মরত শ্রমিকরা দেশের অর্থনীতি টিকিয়ে রেখেছে। অথচ, তারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় বাংলাদেশের বিমান বন্দরে। আমি তো মনে করি বিমানবন্দরে তাদের ভিআইপি'র ট্রিটমেন্ট দেয়া উচিত।
শিমুল: ভিআইপি'র ট্রিটমেন্ট কেন দিতে হবে? আপনি কি মনে করেন তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিদেশ যায়? তারা যায় পেটের তাগিদে, নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে।
টুটুল: তাই যদি হয় তবে বলুন, ভিআইপি ট্রিটমেন্ট এনজয় করে যারা বিদেশ যাওয়া আসা করে তারা কি দেশপ্রেমের কারণে বিদেশ যায়? আমি তো মনে করি তাদের মূল উদ্দেশ্য বিদেশে গচ্ছিত অর্থসম্পদের দেখভাল, বড়ো বড়ো ঘুষের লেনদেনের ফায়সালা, পরিবারের জন্য বাহারি কেনাকাটা, ইত্যাদি। কয়জন সরকারি অফিসার বিদেশে ট্রেনিংয়ে গিয়ে সত্যিকার অর্থে কিছু শিখে গেছেন বলেন তো? অনেকে তো যেই ট্রেনিং প্রোগ্রামে বিদেশে আসেন সেই প্রোগ্রামেই যান না।
আলোচনায় উত্তাপ বেড়ে যাওয়ায় এক পর্যায়ে হান্নান ভাই এসে দুজনকেই থামিয়ে দিলেন। নইলে সেদিন যে কি হতো!
ML Gani
©somewhere in net ltd.