নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

বিষন্নতার আরেক কারণ!=

০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:৫১

বিষন্নতার আরেক কারণ!=

আমি নিজে অখ্যাত হলেও বাংলাদেশে আমার কিছু ঘনিষ্ঠ আছেন যাঁরা দেশে পরিচিত মুখ। তাঁদের একজনের সাথে কয়েকমাস আগে কথা হচ্ছিলো। কথায় কথায় জানা গেলো, তাঁর মনে এক ধরণের অজানা ভয় বা বিষন্নতা কাজ করে।

কেন? কারণটা গুরুতর কিছু নয়, তাঁর ফেইসবুক প্রোফাইল কয়েকদিনের জন্য তাঁর হাতছাড়া হয়ে গিয়েছিলো। পরে ফিরেও পেয়েছেন।
ইনবক্সে কিছু কম্যুনিকেশন নিয়েই তাঁর উদ্বেগ। জানতে চাইলাম, তেমন সিরিয়াস কিছু ছিল কিনা? তিনি জানালেন, 'না তেমন কিছু না। তবে, বিশেষ দু'একজনকে ছবি পাঠাতে অনুরোধ জানিয়েছিলাম বলে মনে পরে। এটুকুই।'

বললাম, 'এ আর তেমন কি? এতে এতোটা ভাবার কি আছে?'

'তাদের কেউ এই হ্যাকিংয়ে জড়িত কিনা সে চিন্তাই আমাকে তাড়া করে। পরে তাদের ব্লক করেছি যদিও।' - তিনি উদ্বিগ্ন জবাব দিলেন।
কি আর বলা? তাঁকে আশ্বস্থ করার মতো কথা খুঁজে পেলাম না।

যাই হউক, যাঁরা সাধারণের কাছে মোটামুটি পরিচিত তাঁরা বিশেষ সতর্কতার সাথে মেসেজ আদান প্রদান করবেন। নইলে পরে অজানা আশংকা-ভয়ে বিষণ্ণতা পেয়ে বসতে পারে। এ সমস্যার সহজ কোন সমাধানও থাকে না।

ML Gani

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.