নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

পারফর্মেন্স আর কত বাড়ানো যায়?

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৯:১৫

দেশের এক তরুনের সাথে কথা হচ্ছিল সেদিন। একটা প্রাইভেট কোম্পানীতে ষোলো হাজার টাকা বেতনে চাকুরী করে সে ।

- বিদেশে যেতে চাইছো কেন? তোমার তো দেশে চাকুরী আছে। - তাকে প্রশ্ন করলাম।

- স্যার, প্রাইভেট চাকুরীর পরিবেশ সুবিধার না। দিনে বারো ঘন্টা খেটেও বসকে খুশি করা যায় না। সকাল নয়টা থেকে রাত নয়টা কাজ করি।

- তোমার বসও কি এতো ঘন্টা কাজ করেন?

- না, উনি সকালে আসেন আমাদের আগেআগে। দুপুরে লাঞ্চে গিয়ে তিন-চার ঘন্টা কাটিয়ে অফিসে ফিরে নয়-দশটা পর্যন্ত থাকেন।

- বেতন ঠিকমতো পাও?

- সবসময় না। তাছাড়া বেতন নেবার সময় বড়ো একটা লেকচারও শুনতে হয় নিয়মিত।

- কেমন লেকচার? একটু বিস্তারিত বলবে?

- এরকম: "আপনার যে পারফর্মেন্স সে তুলনায় আপনি বেতন বেশি নিচ্ছেন। পারফর্মেন্স বাড়ানোর চেষ্টা করেন; না হয় এতো বেশি বেতন বেশিদিন চালানো সম্ভব হবে না। আপনারা কাজ করে টাকা কামিয়ে না দিলে আমি বেতন দেবো কোত্থেকে? গতমাসে মাল শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় আশি লাখ টাকা জলে গেলো; তারপরও আপনাদের বেতন দিয়ে যাচ্ছি। পারফর্মেন্স বাড়ান, পারফর্মেন্স বাড়ান। .."

- তো, তুমি পারফর্মেন্স বাড়ানোর চেষ্টা করোনি?

- কি যে বলেন স্যার, দিনে বার-তেরো ঘন্টা চাকুরী করি। ছুটির দিনেও বস ফোন করে অফিসে ডেকে আনেন। পারফর্মেন্স আর কত বাড়ানো যায়?

(বাংলাদেশে প্রাইভেট চাকুরীর পরিবেশ কি আসলেই এতোটা খারাপ?)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৮

হাবিব বলেছেন: আসলেই এমন। প্রতিনিয়তই শুধু পারফরমেন্স বাড়ানোর তাগাদা। ভালো লাগে না আর এসব।

২| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৭/৮ বছর ধরে সরকারী চাকরি করছি। কিন্তু বায়িং হাউজে যখন চাকরি করতাম। সকালে ১০।০০ মধ্যে অফিস ঢুকতে হতো, বের হওয়ার কোন নির্দিষ্ট সময় ছিলনা রাত ৯টা, ১০টা, ১১টাও বেজে যেত তারপরও বসদের মন ভরতনা আমার মনে হয় এদের মন কখনো ভরেওনা।

৩| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: কোন দেবতাই তার ভক্তের আরাধনায় (ইবাদতে তথা কাজে) তৃপ্ত বা শতভাগ খুশী হয়না আর সেই সব দেবতাদের মাঝে সবচেয়ে খতরনাক দেবতা হচছে মানুষরূপী দেবতা (বস) যারা কোন ভাবে বড় পদে বসে নিজেকে অনেক কিছু (মুই কি হনুরে) আর বাকী সবাইকে আগাছা (কোন কাজেরই নয়) ভাবে।

আর পারফরমেন্স - এ কখনো চলনসই হয়না ভালো ত দূর কি বাত।

৪| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:১২

নীল আকাশ বলেছেন: এই দেশে কেউ খুশি না।

৫| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৮:৫৬

জ্যাকেল বলেছেন: আমার এক বন্ধু ফার্মা কোম্পানিতে জব করে। ওর সকাল ৯ টা থেকে রাত ১০/১১ টা পর্যন্ত খাটুনি করতে দেখেছি।

৬| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ প্রাইভেট চাকরির পরিবেশ খারাপ।

৭| ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৮

লিংকন১১৫ বলেছেন: বস কে খুশি করা অসম্ভব ।
তার উপর অফিসের রাজনীতি তো আছেই, কে কার টুটি চেপে উপরে উঠতে পারে ।
আর সারা জীবন লস থাকে , কোন দিন লাভ করতে পারে না , কিন্তু নিজের গাড়ি বাড়ি আবার ঠিকি হয়ে যায়, বিদেশ ভ্রমনের কথা বাদই দিলাম ।
সরকারী চাকরী লাখ টাকা ঘুষ দিয়ে ঢোকা ভালো , কর্পোরেট এর জঘন্য বেড়াজাল থেকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.