নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

বুয়েট প্রফেসর নিখিল ধর\'এর প্রশ্নফাঁস কেলেঙ্কারী নিয়ে কিছু কথা =

২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫১

বুয়েট প্রফেসর নিখিল ধর'এর প্রশ্নফাঁস কেলেঙ্কারী নিয়ে কিছু কথা =

ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস বিষয়ে বুয়েট অধ্যাপকের সংশ্লিষ্টতা বিষয়ক অনুসন্ধানী ভিডিওটা আমি দেখেছি। কমেন্টে লিংক দেয়া হয়েছে।প্রফেসর ধর একবার বলেছেন তিনি ব্যাগে প্রশ্নপত্র নিলেও তা garbage bin বা তেমন কোথাও ফেলে দিতেন। এর পরপরই কয়েকবার বলেছেন তিনি প্রশ্নপত্র ব্যাগে নেন নি। তাঁর কথার এ অসঙ্গতি উপস্থিত সাংবাদিকদের একজন তাৎক্ষণিক ধরিয়েও দেন। এসব কি নার্ভাস হয়ে বলেছেন, না সত্য গোপন করতে বলেছেন বলা মুশকিল।

এ প্রসঙ্গে বুয়েটের আরেক টিচারের কথা মনে পড়লো। তিনি খুব সম্ভবত ১৯৮৮তে মেকানিক্যাল বা নেভাল আর্কিটেকচার হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছিলেন। তারেক জিয়ার এক ঘনিষ্ঠের সাথে সম্পর্ক ব্যবহার করে তিনি বিআইডব্লিওটিএ'এর চেয়ারম্যান পদে অধিষ্টিত হন। মাত্র দু'বছর চেয়ারম্যান'এর দায়িত্ব পালনের পর কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে চলে যান তিনি। সুযোগ পেলে অনেক শিক্ষিত আপাতঃ সৎ মানুষও অর্থলিপ্সা সামলাতে পারেন না। এমনকি চাঁদাবাজিতেও জড়িয়ে পড়েন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি।

বিদেশে মাঝে মাঝে ভিজিটিং প্রফেসর হিসেবে বা অন্য কাজে গিয়ে প্রফেসর ধর'এর মাত্র ছয় বছরে ১০ কোটি টাকা লেনদেন যে কাউকেই বিস্মিত করবে। কারণ, বিদেশে প্রফেসর বা রিসার্চারদের বেতন চোখ কপালে উঠার মতো কিছু নয়। সবমিলিয়ে আমার ধারণা এ ঘটনায় তাঁর অবস্থান অস্বচ্ছ। বাকিটা তদন্তে বের হবে আশা করি।

ML Gani, RCIC

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৩

এমএলজি বলেছেন: Click This Link

২| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

রানার ব্লগ বলেছেন: প্রশ্নফাঁস জাতিকে কিছু বলদরুপি জানোয়ার উপহার দিচ্ছে।

৩| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: প্রশ্নফাস করে দেশটাকে গর্তে ঢুকিয়ে দিতে চাইছে।

৪| ২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৬

নান্দনিক নন্দিনী বলেছেন: প্রফেসর ধর ভ্যাবাচেকা খেয়ে কি রেখে কি বলবে বুঝে উঠতে পারছিলেন না। অত্যন্ত দুঃখজনক ঘটনা।
প্রফেসর ধর এর স্টেটমেন্ট নেয়ার সময় ডিপার্টমেন্টের করিডোরে সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান এবং ক্রাইম রিপোর্টার নুরুজ্জামান লাবুকে দেখলাম নিজেদের মধ্যে আলাপ করে বোঝার চেষ্টা করছিলেন প্রফেসর ধর মূলত কী বলতে চাচ্ছেন।

তদন্ত প্রতিবেদন এর অপেক্ষায় থাকলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.