নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

পুরস্কার প্রাপ্তিতেও আনুগত্যের বিষয়টি জুড়ে দেয়া আছে

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯

"আমাদের শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার দুটি। স্বাধীনতা পুরস্কার এবং একুশে পুরস্কার। এ ছাড়া উল্লেখযোগ্য পুরস্কার আছে বাংলা একাডেমি পুরস্কার। দেশ স্বাধীন হওয়ার পর বেশ কিছু যোগ্য লোক এ পুরস্কার পেয়েছেন। দেশ স্বাধীন হওয়ার আগেও বাংলা একাডেমি পুরস্কারটি ছিল এবং অনেক যোগ্য বুদ্ধিজীবী তা পেয়েছেন।

এ পুরস্কারদানের ব্যাপারে স্বাধীনতা লাভের কয়েক বছর ধরে একটা আন্তর্জাতিক রীতি মানা হয়েছে। তখন দরখাস্ত করে পুরস্কার পাওয়া যেত না। দেশের কিছু ধীমান ব্যক্তিত্ব এ পুরস্কার কাকে দেওয়া হবে তা নির্ধারণ করতেন। রাম-শ্যাম, যদু-মধু সবাই এ পুরস্কার লাভের জন্য দরখাস্ত করতে পারত না।" - আবদুল গাফ্ফার চৌধুরী

[সহজ ভাষায় বলা চলে, এ যুগে পুরস্কার প্রাপ্তিতেও আনুগত্যের বিষয়টি জুড়ে দেয়া আছে।]

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৪

জুল ভার্ন বলেছেন: গত ১২/১৪ বছর যাবত স্বাধীনতা পুরষ্কার ও একুশে পুরষ্কার দেওয়া হয় ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ তেলবাজ অযোগ্য লোকদের।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: যোগ্য লোক আমাদের দেশে পুরস্কার পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.