নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

না কানাডা, না ঐদেশ!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৩১

না কানাডা, না ঐদেশ! =

কিছু মানুষ মনে করেন যে কোন উপায়ে বিদেশে চলে যেতে পারলেই বাঁচা গেলো। ধারণাটা অমূলক। দেশ ছাড়ার আগে ভাবুন কেন, কি উদ্দেশ্যে, কোথায় যাচ্ছেন? আপনার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা কি? বিস্তারিত না ভেবে সুযোগ পেয়েছেন বলেই বিদেশ চলে গেলে পরে পস্তাতে হতে পারে।

কয়েকদিন আগে ইউরোপের এক বড়ো দেশ থেকে এক বাংলাদেশী আমাকে ফোন করলেন। উদ্দেশ্য, কানাডায় সেটেল হওয়া। [ইচ্ছে করেই দেশটির নাম বলছি না।]

স্বভাবতঃই জানতে চাইলাম, কানাডা সেটেল হবার প্ল্যান থাকলে কানাডা না এসে ওই দেশে পড়াশোনা করতে গেলেন কেন?

সহজ উত্তর, 'আইইএলটিএস এ কাঙ্খিত স্কোর আসছিলো না। একইসময়ে এখান থেকে ভর্তির কাগজপত্র পেলাম; ভিসাও হয়ে গেলো।'

তাহলে এখন ওই দেশে স্থায়ী হবার চেষ্টা করছেন না কেন? - জানতে চাইলাম।

'কানাডায় যেমন ইমিগ্রেশনের জন্য আইইএলটিএস লাগে, এ দেশেও এদেশী ভাষার একটা পরীক্ষা আছে, সেটাতে ভালো স্কোর পেতে হয়। তা আমাকে দিয়ে হবে না। আমরা ছোটবেলা হতে কমবেশি ইংরেজি শিখেছি; কিন্তু, এদেশী ভাষাটা তো একদম নতুন।' - তিনি উত্তর দিলেন।

দেখুন তো এই দেশীভাইটির অবস্থা! না কানাডা, না ঐদেশ। অথচ, ওই দেশে টানা পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন তিনি।

[email protected]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৮

নীল আকাশ বলেছেন: কানাডায় এখন ইমিগ্রেশন প্রসেস আবার চালু করেছে? জব প্রস্পেক্ট কেমন?

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: নিজের দেশ ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না।
আমার দেশেই আমার শান্তি। পুরো পৃথিবীকে নিজের দেশ ভাবতে পারলাম না।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৭

কাইয়ুম বাঙালি বলেছেন: প্রতিদিন সরক দূর্ঘটনা, খুন, দূর্নীতি, ময়লা দেখতে দেখতে সত্যিই ইচ্ছে হয় যে পালিয়ে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.