নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

আপনার সন্তান আত্মবিশ্বাসী না উদ্ধত?

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:১৩

আপনার সন্তান আত্মবিশ্বাসী না উদ্ধত?

আত্মবিশ্বাস না থাকলে জীবনে বেশিদূর আগানো যায় না। আত্মবিশ্বাস মানুষকে ঝুঁকি নিতে শেখায়, আর, জীবনে সফলতা অর্জনে পরিমিত মাত্রার ঝুঁকি না নেয়ার বিকল্প নেই।

তবে, অতি মাত্রার আত্মবিশ্বাস বিপর্যয়ও ডেকে আনতে পারে। তাই, ঠিক কতখানি ঝুঁকি নিলে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায় তা স্থির করাই বড়ো চ্যালেঞ্জ। অতি আত্মবিশ্বাস ঔদ্ধত্যের জন্ম দেয়। আত্মবিশ্বাসের মাত্রা যেন সে পর্যায়ে না পৌঁছায় তাও লক্ষ্য রাখা জরুরি।

কিভাবে বুঝবেন আপনার সন্তান যে ভাষায় আপনার সাথে কথা বলছে তা তার আত্মবিশ্বাস, না ঔদ্ধত্য-এর প্রকাশ। একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে আশা করি।

ধরুন, আপনি আগে থেকেই জানেন যে আপনার ছেলে খুব ভালো ছাত্র। সে চিন্তা হতেই তাকে প্রশ্ন করলেন, 'মিনটু, তোমার পরীক্ষার রেজাল্ট কেমন আশা করছো এবার?'

মিনটু উত্তরটা দুইভাবে দিতে পারে:

এক) 'পরীক্ষা ভালো হয়েছে বাবা; আশা করি, ক্লাসে টপ কয়েকজনের ভেতর থাকবো।' - এখানে আপনার সন্তানের আত্মবিশ্বাস প্রকাশ পাচ্ছে, যা খারাপ কিছু নয়।

দুই) 'বাবা, আমার সাথে প্রতিযোগিতা করবে এমন কেউ আমাদের ক্লাসে নেই। আবারো টপ তো হবোই।' - এটা হলো ঔদ্ধত্য, যা বাজে অভ্যাস। কেননা, যে কোন ছাত্র মনোযোগ দিয়ে পড়াশোনা করে তার একাডেমিক অর্জনে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে। মিনটু এ সত্যটা মাথায় না রেখে কেবল তার জন্যই ক্লাসের টপ পজিশন নির্ধারিত হয়ে আছে মনে করছে, যা পতনের আলামত।

সচেতন অভিভাবকদের উচিত হবে এই গুরুত্বপূর্ণ চিন্তাগুলো খুব ছোট বয়সেই সন্তান/পোষ্যদের মাথায় ঢুকিয়ে দেয়া।


- এম এল গনি/ [email protected]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৩

কলাবাগান১ বলেছেন: আপনার এই পোস্ট পড়ে যদি শিখতে হয় কোনটা আত্মবিশ্বাস আর কোনটা গরিমা, তাহলে..............!!!!! যে কোন সাধারন জ্ঞানেই বুঝা যাচ্ছে কোনটা আত্মবিশ্বাস আর কোনটা ঔদ্ধত্য।

তবে আপনি আপনার বিজনেস এর ইমেইল এড্রেস দিতে ভুলেন নাই....

২| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আত্মবিশ্বাস থাকা ভালো
আর গরিমা মানুষকে ধ্বংস করে

৩| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.