![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার দেশে গেলে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় এক বাসায় যেতে হয়েছিল। এলাকাটি ঘুরে দেখার সময় এক দৃষ্টিনন্দন বাড়িতে চোখ আটকে গেল। গাড়ি থামিয়ে কিছুক্ষন বাড়িটি ভালোভাবে দেখলাম। এ বাড়ির গেইট আর বাউন্ডারি ওয়ালের খরচেই বোধ করি ছোটখাট একটা দালান বানানো যায়।
যাঁর গাড়িতে চড়ছি তাঁর কাছে জানতে চাইলাম বাড়িটি কি কোন শিল্পপতির?
উত্তরে জানা গেল, ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আছে এমন এক সরকারি অফিসে এ বাড়ির মালিক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকুরী করতেন। তবে, এলপিআর'এ যাবার মাত্র কয়েকমাস আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর অকাল মৃত্যু ঘটে। তাঁর স্ত্রী বর্তমানে এক ব্যবসায়ীকে বিয়ে করে ওই প্রাসাদোপম বাড়িতে আয়েশি দিনযাপন করছেন।
বাড়ির মালিক হয়তো ভেবেছিলেন, স্বপ্নের এ বাড়িতেই তাঁর অবসরের দিনগুলো পরম সুখে কেটে যাবে। তা আর হলো কই?
২| ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৬
রানার ব্লগ বলেছেন: মানুষ ভাবে এক আর হয় আর এক!
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: এজন্যই হাছন রাজা বলেছেন, ভালো কইরা বাড়ি বানাইয়া কয়দিন থাকমু আর!!!