নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি কোন স্বাভাবিক ঘটনা?

০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২০

কানাডার কেলগেরি শহরের এক বাঙালি সুহৃদ জানালেন এ ঘটনা।

সাত সকালে কেউ একজন তাঁর বাসার কলিং বেল টিপলেন। দরজা খুলে দেখেন এক অপরিচিত বাঙালি ভদ্রলোক। তাঁর নাম অরুন।

বাঙালি পরিচয় নিশ্চিত হয়ে অরুন জানালেন, তিনি দুর্ঘটনাবশত আমার এ সুহৃদের গাড়িতে ধাক্কা দিয়ে গাড়ির ক্ষতি করে ফেলেছেন, এবং বিষয়টি রেকর্ডে আনতে পুলিশেও ফোন করেছেন। যে কোন মুহূর্তে পুলিশ চলে আসতে পারে। উল্লেখ্য, এ সুহৃদের গাড়িটি রাস্তার পাশে পার্ক করা অবস্থায় ছিল।

কয়েক মিনিটের মাথায় হর্ন বাজিয়ে দুই পুলিশ হাজির। তাঁরা দুপক্ষের স্টেটমেন্ট নিয়ে কিছু নির্দেশনা দিয়ে বিদায় নিলেন।

বাহ্! কী সুন্দর, তাই না?

ভুলে একজনের গাড়িকে হিট করে নিজে উদ্যোগী হয়ে তা ক্ষতিগ্রস্থকে জানানো কি বাংলাদেশের প্রেক্ষাপটে কোন স্বাভাবিক ঘটনা? - -

চলুন, এবার সংক্ষেপে বিশ্লেষণ করি, ঘটনাটি চেপে গিয়ে অরুন দ্রুত দুর্ঘটনাস্থল ত্যাগ করলে তাঁর কি পরিণতি হতে পারতো।

এভাবে না বলে চলে যাওয়াকে বলে, হিট এন্ড রান। কানাডায় এ ধরণের অপরাধ সংঘটন করলে দুই হাজার ডলার পর্যন্ত অর্থদন্ড এবং একই সাথে ছয় মাস পর্যন্ত জেল হতে পারে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয় না, সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ছবি বা কোন সাক্ষীর মাধ্যমেও এ ধরনের মামলা দাঁড় করানো যায়।

দেশে আইনের শাসন বজায় থাকলে বাঙালিও যে কতটা নীতিপরায়ণ হতে পারেন তা অরুন আরেকবার প্রমান করলেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫২

রানার ব্লগ বলেছেন: এই জন্যই তৃতীয় বিশ্ব বলা হয় বাংলাদেশ কে।

২| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট লাইনেই আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আইনের শাসনের বাস্তবায়নই মানুষকে সৎ ও সাহসী হতে সহায়তা করে।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৫

বিটপি বলেছেন: কানাডার জনসংখ্যা কত? সেদেশের মানুষের মাথাপিছু আয় কত? এরকম দেশের সাথে কি বাংলাদেশের তুলনা চলে?

৪| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: এজন্যই আমরা উন্নত জাতি নই।

৫| ০১ লা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



অনেক কিছু শিখেছেন, এখন দেশে এসে মানুষকে শেখান।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৪

এমএলজি বলেছেন: ন্যায়নীতির গল্প শুনে বিরক্ত হলেন নাকি?

৬| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উন্নত দেশের উন্নত আইন, উন্নত মানুষ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২২ ভোর ৬:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকা-কানাডায় ইনশুরেন্স থাকলে দুর্ঘটনায় চিন্তিত হওয়ার কিছু নেই।
অনিচ্ছাকৃত দুর্ঘটনা হলে উভয় মালিকের ইসশুরেন্স মিলে বা এককভাবে গাড়ীর মেরামত ক্ষতিপুরন দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.