নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

আলহামদুলিল্লাহ।

১২ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:৪৭

শান্তা আর সিঁথি পাশাপাশি ফ্ল্যাটে ভাড়ায় থেকেছেন প্রায় পাঁচ বছর। তারপর শান্তা বাড়ি কিনে চলে গেলেন পাশের শহরে। প্রথম দিকে ভালো যোগাযোগ থাকলেও বছরখানেক ধরে তেমন যোগাযোগ হয়নি দুজনের।

হঠাৎ একদিন সিঁথি ফোন দিলেন শান্তাকে।

- কেমন আছেন ভাবি? অনেকদিন কথা হয়না।

- আলহামদুলিল্লাহ।

- আপনার ব্যাকপেইনের এখন কি অবস্থা?

- আলহামদুলিল্লাহ।

- শুনলাম, সাচিয়া (কন্যা)-র নাকি বিয়ে দিয়েছেন, ওরা কেমন আছে?

- আলহামদুলিল্লাহ।

- ওর বর কেমন?

- আলহামদুলিল্লাহ।

- সাচিয়া কি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছে?

- আলহামদুলিল্লাহ।

- মনি (সাচিয়ার ছোট ভাই) তো এবার হাইস্কুলে যাবে, তাই না?

- আলহামদুলিল্লাহ।

- আপনার কাজ কেমন চলছে, ওই ডে-কেয়ারে আছেন?

- আলহামদুলিল্লাহ।

- ভাইয়ের যে কিডনিতে পাথর ধরা পড়েছিল, এখন কি অবস্থা?

- আলহামদুলিল্লাহ।

- শুনলাম, আপনারা নাকি দেশে গিয়েছিলেন, দেশের অবস্থা কেমন দেখলেন?

- আলহামদুলিল্লাহ।

- আমাদের এদিকে একবার ঘুরে যাননা, মাত্র ঘন্টা দেড়েকের ড্রাইভ তো।

- আলহামদুলিল্লাহ।

- রানী ভাবিরা (অপর প্রতিবেশী) কেমন আছেন?

- আলহামদুলিল্লাহ। - - -

কোন প্রশ্নের কাঙ্খিত জবাব না পেয়ে সিঁথি বিরক্ত হয়ে বললেন, 'ঠিক আছে ভাবি, আজকে তাহলে রাখি, পরে কথা হবে।'

- আলহামদুলিল্লাহ।

[শিক্ষণীয়: কোন প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে 'আলহামদুলিল্লাহ'এর ব্যবহার অনুচিত।]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৮

শেরজা তপন বলেছেন: !বেশ তো আলহামদুলিল্লাহ্‌!

২| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫০

বিটপি বলেছেন: সকল প্রশংসা আল্লাহ তায়ালার।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা একটা কাল্পনিক ও অতিরঞ্জিত সংলাপ। বলা যায় চুলকানি পোস্ট। আলহামদুলিল্লাহ'র এত ব্যবহার বাস্তবে কেউ করে না...

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪১

এমএলজি বলেছেন: জীবন থেকে নেয়া।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার এক বান্ধবী আছে এমন। ওর সাথে কথা বলে ওর পরিস্থিতি বোঝার উপায় নেই। ভালো থাকলেও মন্দ থাকলেও আলহামদুলিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.