নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

\'দেশপ্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।\'

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৫

আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো কিছুদিন আগে। সে একজন প্রকৌশলী। দেশে সরকারি চাকুরী করতো।

সে আমার কাছে জানতে চাইলো আমরা স্বামী-স্ত্রী দুজনই দেশের সরকারি চাকুরী ছেড়ে দিয়ে কেন কানাডায়?

আমি আমার মতো করে উত্তর দিলাম। তারপর তার কাছেও অনুরূপ প্রশ্ন করলাম।

কাব্যধারায় সে উত্তর দিলো: 'দেশপ্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।'

বললাম, 'সিরিয়াসলি জানতে চাইছি, খুলে বলো প্লিজ!'

- 'দেখো গনি, দেশের চাকুরীতে যে বেতন পেতাম তা দিয়ে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা ছিল। ওদিকে দেশের, বিশেষ করে আমার গ্রামের গরিব প্রতিবেশীদের, জন্য কিছু করার ইচ্ছেটা আমাকে তাড়া করতো। অথচ, অর্থাভাবে তা বাস্তবে রূপ দেয়া সম্ভব ছিল না। সে চিন্তা হতেই মূলত আমার কানাডা পাড়ি দেয়া। গত একযুগ ধরে আমার এলাকার অন্ততঃ একশ মানুষকে নিয়মিত অর্থসহায়তা দিয়ে আসছি। কাজটা সৎ উপার্জনেই করছি, অন্যের পকেট কেটে নয়। দেশে থাকলে আমি এ কাজটি কোনদিনও করতে পারতাম না।'

বন্ধু যথার্থই বলেছে, 'দেশপ্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।'

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সুযোগ পেলে আমিও দেশ ছাড়বো। তবে আমার বাড়ি , মাঠ , প্রান্তর , পুকুরের জন্য খুব খারাপ লাগবে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন লেখা মন ভালো করে দেয়। ধন্যবাদ আপনাকে

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই একটা ভাল কাজের জন্য দেশপ্রেম ছাড়তে হয়
তারপরও জাগ্রত থাকে প্রেম ! ভাল থাকবেন-------

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৭

ফুয়াদের বাপ বলেছেন: যথার্থ বলেছেন।
প্রবাসে না আসলে হয়তো তেমন টের পেতাম না মাতৃভূমিটাকে কতটা ভালোবাসি।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫১

শেরজা তপন বলেছেন: কথা সঠিক- সুযোগ থাকলে এটাই সম্ভবত এখন বেটার অপশন।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: আপনি কি দেশের মানুষের জন্য এরকম মহৎ কাজ কিছু করেছেন?

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: উত্তর দিন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

এমএলজি বলেছেন: করেছি; তবে নিজের ঢোল নিজে পেটাতে চাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.