নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

উনি কিন্তু পিএইচডি পাশ!

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬

উনি কিন্তু পিএইচডি পাশ! =

বাঙালির আড্ডায় ধর্ম আর রাজনীতি থাকবে না সে কি হয়?

ইসলাম ধর্মের এক বিধান নিয়ে একজন আলোচনা শুরু করলেন গতরাতের এক আড্ডায়। অন্যরা চুপচাপ শুনলেও দুষ্টুমতো একজন পাল্টা প্রশ্ন করলেন বক্তাকে, 'ভাই, এই কথাটা কোরানে না হাদিসে আছে?'

- সেটা জানিনা; তবে, অমুককে (একজনের নাম উল্লেখ করে) ইউটিউবে বলতে শুনেছি। উনি ইন্টারন্যাশনাল স্কলার।

- অমুককে ইউটিউবে বলতে শুনেছেন, এটা কোন রেফারেন্স হলো?

- ভাই, হুদাই তর্ক করছেন, উনি কিন্তু যেনতেন লোক না, পিএইচডি পাশ।

দ্বিতীয় আরেকজন এবার আগুনে ঘি ঢাললেন।

- ভাই, পিএইচডি পাশের সাথে ইসলাম ধর্মের সম্পর্ক কোথায়? ইসলাম ধর্ম তো এসেছে একজন স্বশিক্ষিত-নিরক্ষরের হাত ধরে। আপনার পিএইচডি পাশের চেয়ে কি তবে এ ধর্মের প্রবর্তকের জ্ঞান কম বুঝাতে চাইছেন?

পরিবেশ ভালোই উত্তপ্ত। অবশেষে তৃতীয় একজন হাস্যরসের অবতারণা করে পরিস্থিতি স্বাভাবিক করলেন। তিনি বললেন, 'ভাইজান, বাংলাদেশে এক পিএইচডি মন্ত্রী কিন্তু দিনে ৯৯৯ খানা মিথ্যে বলেন।'

তাঁর কথা শুনে সবাই মিটিমিটি হেসে এর-ওর দিকে তাকালেন। তবে, মন্ত্রীর নাম কেউ খোলাসা করলেন না।

আলোচনা কিন্তু এখানেই শেষ নয়। এ পর্যায়ে আমার প্রতিবেশী মতি ভাই মৃদুকণ্ঠে বলে উঠলেন, 'ভাই, সেদিন গরুর মাংস রান্না করতে গিয়ে দেখি একটি টুকরো লাফ দিয়ে রান্নার করাই থেকে পড়ে গেলো। পরে দেখি ওই টুকরোতে 'আল্লাহু' লেখা আছে।'

ফেইসবুক: ML Gani

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫২

কামাল১৮ বলেছেন: হাস্যরসের মাধ্যমে সুন্দর শিক্ষা।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১১

গেঁয়ো ভূত বলেছেন: বিষয়টি বেশ মজার! আমাদের ব্লগেও একজন আছেন তিনিও কিন্তু পিএইচডি পাশ! =p~

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৫

ফুয়াদের বাপ বলেছেন: গল্প-আড্ডায় সুন্দর একটা বিষয় উঠে এসেছে, "ধর্মীয় বিষয়ে রেফারেন্স হবে কোরআন/হাদিস থেকে" ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১

জ্যাক স্মিথ বলেছেন: বাঙালী জাতি হচ্ছে রজনীতি এবং ধর্ম পাগল জাতি। বিএনপি সমর্থিত লোকজন সাধারণত ধর্মীয় আলোচনা ছাড়া রাজনৈতিক আলোচনা করতে পারে না, আলোচনা শুরু হয় প্রথমে রাজনীতি দিয়ে তারপর ধীরে ধীরে তা ধর্মের দিকে টার্ন করে এবং শেষ পর্যন্ত তা ধর্মীয় মজলিশে পরিণত হয়।
কেউ পিএইচডি ধারী হলেই যে তার সব কথা এক বাক্যে মেনে নিতে হবে তেমন কোন কথা নেই, যে কারো বক্তব্যের দিকে আঙুল তোলা যেতেই পারে। আবার কোন পিএইচডি ধারীর সমালোচনা করতে হলে, সমালোচনাকারীকে যে পিএইচডি ধারী'ই হতে হবে এমন কোন কথা নেই। যে কেউ যে কারো সমালোচনা করতে পারে নিজ নিজ অবস্থান থেকে।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী জাতির ইতিহাস তো বেশি দিনের নয়। এক হিসেবে বলা যায় দেশ ভাগের পর থেকেই বাঙ্গালী বিকশিত হয়েছে।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৪

জুল ভার্ন বলেছেন: ছেলে বিছিএচ পড়ে! =p~

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

জ্যাকেল বলেছেন: ধর্মীয় শিক্ষার যেইসকল ডিগ্রি দেওয়া হইতেছে এইগুলা আদতে না দুনিয়ার জীবনে সায্য করে না আখেরাতের! কি এক অবস্তা।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শুধু ধর্মানুসারীরাই নয় , অনেক নিরীশ্বরবাদীও নিজের কথার ভারিক্কি বাড়াতে পিএইচডি ওয়ালা মানুষের উক্তি উপস্থাপন করে মুখ ভরে বলে , " উনি অনেক বড় জ্ঞানী মানুষ , বিশ্বসেরা ইত্যাদি ইত্যাদি । " ব্লগেও এমন অনেক মানুষ আছে ! ;)

৯| ১০ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৩০

হাসান জামাল গোলাপ বলেছেন: ছোট কিন্ত উদ্দীপক পোস্ট+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.