নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

কানাডা নিয়ে আগ্রহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

সেদিন একজন তার প্রত্যাখ্যাত (রিফিউজ্ড) স্টাডি পারমিট আবেদন নিয়ে আমার সাথে যোগাযোগ করলেন।

তাঁকে বললাম, 'আমাকে আগের আবেদনের কাগজপত্র দিন। তা ভালোভাবে দেখে নতুন আবেদন দাখিল করতে হবে। কারণ, আগের আবেদনের তথ্যের সাথে যথাসম্ভব মিল রেখে নতুন আবেদন দাখিল করতে হবে।'

তিনি বললেন, 'পুরোনো ডকুমেন্ট তাঁর কাছে নেই। কারণ, এজেন্ট কাগজগুলো দেননি।'

বললাম, 'আগের কাগজগুলো লাগবে, নইলে নতুন আবেদনের তথ্যের সাথে conflict বা সংঘর্ষ হতে পারে। এজেন্ট নয়, সরাসরি কনসালটেন্টের সাথে কথা বলে দেখুন, আশা করি কপি পাবেন।'

উনি বললেন, 'কন্সাল্টেন্টকে আমি কখনো দেখিনি, তাঁর সাথে কথাও হয়নি কোনোদিন। এজেন্টই সব করে দিয়েছে।'

দেখুন এবার অবস্থা! - -

কানাডিয়ান ইমিগ্রেশন কন্সাল্টেন্সির নিয়মানুযায়ী কনসালটেন্ট সরাসরি আবেদনকারীর সাথে কাজ করার কথা। এজেন্টের কাজ কনসালটেন্টের সাথে ক্লাইয়েন্টকে পরিচয় করিয়ে দেয়া, এর বেশি কিছু না।

এমন ক্ষেত্রে, কানাডার ইমিগ্রেশন অফিস (IRCC) এর সাথে যোগাযোগ করে পুরোনো নথি আনতে হয়, যা সময়সাপেক্ষ। নতুন আবেদন দাখিলের আগে এ কাজটি না করলে নতুন-পুরোনো তথ্যের সংঘর্ষ লেগে আপনি ৫ বছরের ব্যান খেয়ে যেতে পারেন।

ML Gani, RCIC-IRB
Email: [email protected]

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: এ জন্য সর্বোত্তম পন্থা হচ্ছেে নিজে নিজে ভিসা আবেদনপত্র পূরণ করা। কম্পিউটার দক্ষ একজন কাউকে পাশে রাখতে পারলে ভালো হয়, যিনি ডকুমেন্ট আপলোড করার ব্যাপারে সাহায্য করতে পারেন। সেখানকার ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, এমন কাউরো পক্ষে নিজে নিজে আবেদনপত্র পূরণ করার কাজটা দুঃসাধ্য হবার কথা নয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৭

এমএলজি বলেছেন: জনাব, বেশিরভাগ ক্ষেত্রেই স্টাডি পারমিটের আবেদন দাখিল মানে স্রেফ কিছু ডকুমেন্ট পূরণ ও আপলোড করা নয়। বাংলাদেশিদের visa rejection এর হার অকল্পনীয় রকমের বেশি।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: অফটপিক একটা কথা জিজ্ঞাসা করি।

সম্প্রতি দেখলাম যে কানাডায় নাকি হু হু করে হোমলেসদের সংখ্যা বাড়ছে। মানুষজন পার্কে তাবু টানিয়ে তাতে থাকছে।

আমি বুঝি যে বিষয়টা হয়ত এখনও অত গুরুত্বপূর্ণ না। হয়ত কোন একটা শহরের কোন একটা পার্কে ২-১০জন লোক এমন থাকছে, আর তা নিয়েই সবাই রিপোর্ট করছে।

তবুও, আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। কিভাবে দেখেন বিষয়টা?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮

এমএলজি বলেছেন: এটা উদ্বেগজনক।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

জগতারন বলেছেন: সবই বুঝলাম,
কিন্তু এই ব্লগ লিখার পশ্চাদে ব্যক্তিগত ব্যবসায়িক প্রচারের অভিপ্রায় মনে হচ্ছে।

জ্বনাব খয়রুল আহসান সাহেব যে অভিমত তাই নির্মোহ অভিমত!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪

এমএলজি বলেছেন: ডাক্তার কোন স্বাস্থ্য পরামর্শ দিলে তা যদি ব্যবসায়িক ধান্ধা মনে না হয়, তবে ইমিগ্রেশন কনসালটেন্ট কোন অভিবাসন পরামর্শ দিলে তা কেন তেমন মনে হবে, ব্যাখ্যা দেবেন প্লিজ?

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪২

কালো যাদুকর বলেছেন: কানাডা যেয়ে কি হবে। শুধু শুধু সময় নষ্ট।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

এমএলজি বলেছেন: কানাডা সবার জন্য নয়।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫১

ডার্ক ম্যান বলেছেন: আমার পড়ালেখার কোনো সার্টিফিকেট নাই।
জব ভিসায় কানাডা যাওয়া কি সম্ভব।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫২

অহরহ বলেছেন: ক্যানেডা সভ্য, ভব্য ভালো মানুষের দেশ। আমার পছন্দের দেশ খ্যানেডা।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: @ঋণাত্মক শূণ্য,
আপনার মন্তব্য প্রসঙ্গে জানাচ্ছি যে, আমি সম্প্রতি তিন মাস কানাডায় কাটিয়ে এসেছি। সেখানে একটি প্রদেশের রাজধানী শহরের সিটি হলের (আমাদের দেশীয় ভাষায় সিটি করপোরেশনের) সামনে দেখেছি, সেখানকার আদি অধিবাসীরা অফিসের সামনে তাবু গেঁড়ে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বসতি গেড়েছে। ওদেরকে সবাই সমীহ করে চলে, এমনকি সিটি অফিস থেকে বিনামূল্যে তাদেরকে খাবারও সরবরাহ করা হয়। ওরা প্রায় প্রত্যেকেই মাদকাসক্ত, কর্মস্পৃহাহীন, এবং নিরাশ্রয় (হোমলেস) অনাচারী। মাদকাসক্তির কারণে এক রাতে ওদের তাঁবুতে আগুন লেগেছিল যা অল্প প্রয়াসেই ওদের দমকল বাহিনী নিভিয়ে দেয়। কিন্তু সিটি অফিস এটাকে একটি নিরাপত্তা হুমকি হিসেবে গণ্য করে এবং কয়েকদিনের জন্য সিটি অফিস বন্ধ ঘোষণা করে। সিটি কর্মকর্তা কর্মচারীদেরকে তখন "ওয়ার্ক ফ্রম হোম" করার নির্দেশ দেওয়া হয়। পরে নিরাপত্তা সংস্থাগুলো ওদেরকে অন্যত্র সরিয়ে নেয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

এমএলজি বলেছেন: নিরাপত্তা সংস্থাকে ধন্যবাদ।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: আমি কানাডা যাবো না। নো নেভার।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

এমএলজি বলেছেন: সবার কানাডা যেতে হবে কেন?

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:২৩

কালো যাদুকর বলেছেন: কিন্তু কিন্তু আমি তো কয়েক বার গিয়েছি। ভাল লাগে নি। বেড়ানোর জন্য শুধু ভাল। থাকতে গেলে ভাল লাগবে না ভাই। আমি আপনাকে মোটামুটি নিঃশ্চিত করেই বলছি।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৮

এমএলজি বলেছেন: মাঝেমাঝে গেলে একটা দেশকে ভালোভাবে বুঝা যায় না। দীর্ঘকাল ধরে বসবাস করতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.