নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু কি আদৌ আছে?

২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪১

ক্রিকেটার সাকিব আল হাসান এর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে তাঁর এলাকার এক চা দোকানি (সেন্টু)-কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন এভাবে: 'সাকিব আমাদের মতো দরিদ্র মানুষের কোন কাজে আসবে বলে মনে হয়না। শুনেছি, তিনি অঢেল টাকার মালিক, কিন্তু তাঁর পক্ষে বলার মতো আমার কিছু নেই।' [সূত্র: মানবজমিন; ২৪ নভেম্বর, ২০২৩]

মাগুরার বিশিষ্ট রাজনৈতিক নেতা মাজেদুল হক সাকিব সম্পর্কে বলেন, 'সাকিব ক্রিকেটে ভালো, কিন্তু রাজনীতিতে তাঁর কোন অবস্থান নেই। তিনি জেলায় গোপন আসেন, আবার গোপনে চলে যান। কেউ তাঁকে দেখতে গেলেও তিনি বিরক্ত হন।' [সূত্র: মানবজমিন; ২৪ নভেম্বর, ২০২৩]

এবার বুঝুন কারা আসলে বাংলাদেশের সংসদে এলাকার জনগনের প্রতিনিধিত্ব করেন বা করবেন। তাই প্রশ্ন জাগে, বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু কি আদৌ আছে?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

নাহল তরকারি বলেছেন: গনতান্ত্রিক দেশে সব সুনাগরিক এর ভোটে দাড়ানোর অধিকার আছে।

২| ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

শেরজা তপন বলেছেন: সাকিব আমাদের না দেখলেও সাকিবরে তো আমরা দেখি- বাকি জনপ্রতিনিধিরা আমাদেরও দেখে না তাদেরও আমরা দেখি না। হেতেরা পুরাই ইনভিসিবল কেরেক্টার!
সাকিব কিছু না করলে সাকিবরে নিয়ে অনেক কথা হবে সেটা নিশ্চিত- বার বার তার তুলনা হবে মাশরাফির সাথে। কিন্তু তার সে আসনে যে এমপি হবে তাকে নিয়ে কোন আলোচনাই হবে না। আমার হিসেবে ওকে একটা চান্স দেয়া উচিৎ। কমপক্ষে দুইশ অপদার্থ চোর ফালতু লোভী মানুষের সাথে না হয় আর একজন যোগ হবে এই তো।

৩| ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

কামাল১৮ বলেছেন: গনতন্ত্র বলতে আপনি কি বুঝেন সেটা স্পষ্ট করলে বলা যাবে গনতন্ত্র আছে কি নাই।দেশে দেশে জনে জনে গনতন্ত্র আলাদা।

২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪০

এমএলজি বলেছেন: জনপ্রতিনিধির সাথে এলাকার জনগণের সম্পর্ক না থাকলে সে তো গণতন্ত্রের কোন প্রকারের সজ্ঞায় পড়ার কথা নয়। কি বলেন?

৪| ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সংসদে এমন লোকও আছে যারা দেখে দেখে পড়তেও পারে না। এসব লোকেও দুই পয়সার লাভ হয় না।

৫| ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

নতুন বলেছেন: বাংলাদেশের গনতন্ত্র মানে হইলো।

শেখ হাসিনা/ খালেদা জিয়া সিন্ধান্ত নিয়ে সবাইর সাথে সেয়ার করেছেন।

৬| ২৪ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫

:) :) :) :) :) বলেছেন:

৭| ২৪ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

কাঁউটাল বলেছেন: পান্নুন

৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৫

ঢাবিয়ান বলেছেন: দুর্দান্তভাবে ক্যরিয়ার শুরু করে , এখন শেষবেলায় জঘন্য রকমের বিতর্কিত সাকিব আল হাসান! ইতিহাস কাউকে ছাড় দেয় না। মাশরাফি ও সাকিব ইতিহাসে লোভী ও বিতর্কিত ক্রিকেটার হিসেবেই বিবেচিত হবে।

৯| ২৪ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৯

মৌন পাঠক বলেছেন: গনতন্ত্রের কথা কইলেন, আপনাগর দেশে যেই সকল গনতান্ত্রিক দলসমূহ আছে, উহাতে কি নির্বাচন হয়?
এই যে প্রার্থীর কথা কইলেন, তাগোর ও ত তাদের নিজের এলাকার উক্ত দলীয় সদস্যদের ভোটে নির্বাচিত হয়েই ত জাতীয় নির্বাচনের টিকেট পাওয়ার কথা!

নমিনেশন যদি টপ থেকে আসে এতে শাবিকের ত কোন ও দোষ বা অপরাধ নাই।

১০| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: অযোগ্য লোকরাই নমিনেশন পাবেন। শেখ হাসিনা অযোগ্যলোকদের পছন্দ করেন।

১১| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৪

কামাল১৮ বলেছেন: এলাকার জনগনের সাথে জনপ্রতিনিধির যোগাযোগ আছে কি নাই সেটা আপনি করে বুঝবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.