নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

ধার্মিক হবার আগে আপনাকে মানুষ হতে হবে তো!

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮

মুসলমান বিপদে আছে দেখে হে হিন্দু খুশি হয়, বা কোন হিন্দু দুর্দশায় আছে দেখে যে মুসলমান আনন্দ প্রকাশ করে, এ দুজনের উভয়েই কিন্তু না হিন্দু, না মুসলমান। কারন, এরা তো মানুষই না।

ধার্মিক হবার আগে আপনাকে মানুষ হতে হবে তো! ধর্ম তো মানুষেরই জন্য।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬

কামাল১৮ বলেছেন: মানবিক মানুষ আর ধার্মিক মানুষ এক না।মানবিক মানুষ মানবিক গুনাবলির প্রতি অনুগত আর ধার্মিক মানুষ ধর্মের প্রতি অনুগত।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:



যাঁরা ধর্মের উর্দ্ধে উঠতে পারেন, তাঁরা মানুষ।

ষব ধর্মের গল্পে আছে, মানুষ যখন অমানুষ হয়ে যেতো, তখন সেখানে নবী/রসুল, অবতার ইত্যাদি পাঠায়ে, কমপক্ষে ধার্মিক করা হতো।


unction at() {
[native code]
}

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩

হাসান রাজু বলেছেন: সব ধর্মে স্বর্গ/বেহেশত আছে। আছে ওখানে যাওয়ার সহজ ফর্মুলা । সব ধর্মে মানুষ সৃষ্টির কারন বর্ণনা আছে, আছে বিধাতার স্পষ্ট এক মিশন।
আমরা ফর্মুলামান্য কারিদের ধার্মিক বলি। বিধাতার মিশন পূর্ণকারীদের নিয়ে চিন্তায় থাকি, " কাজ তো ভালই করছে বেহেশতে কি যাবে ? এই সুন্নত আর ওই ফরয তো মানতে দেখি নাই !"
" কাজ তো ভালই করছে স্বর্গে কি যাবে ? মুখে তো কখনো রাম জপ শুনি নাই !"

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বাস্তবতার মুখে স্বর্গ না দেখে
তাহলে ধার্মিক হওয়ার প্রয়োজন নেই-------

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এক জন মমিন মুসলমান প্রথমেই মুসলমান।
তাপর মানুষ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯

নাহল তরকারি বলেছেন: ধার্মিক বেহেস্তে যেতে চায়। মানুষ সৃষ্টিকর্তা কে পেতে চায়।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

এম ডি মুসা বলেছেন: সঠিক! কে হিন্দু কে মুসলিম দেখতে হবে সে মানুষ কি কতটুকু সত্য?

৮| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৯

এম ডি মুসা বলেছেন: ধর্মের নামে সকল ভণ্ডের দল,
বন্ধ করা তোদের কলা কৌশল!
ধর্ম তোদের মনের মুকুট হৃদয়ের ঘর,
মানবতা তোর মাথার মুকুট থাকবে জনম ভর।
- মোঃ মুসা

৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭

সত্য-মিথ্যা বলেছেন: মানুষকে মানুষ বানানোর জন্যই ধর্ম

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১০

মোগল সম্রাট বলেছেন:


আরতির থালা আর তসবির মালা আসিবে না কোনো কাজে
মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে

কাজী নজরুল ইসলামের এই কথাটা কতো জীবন্ত ভাবতে পারেন?

১১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৭

কাঁউটাল বলেছেন: মানুষ হইতে হইব ক্যান? আমরা কি মানুষ না? মানুষ হিসাবে আমাদের জন্ম হয় নাই?

১২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৪

নতুন বলেছেন: যে কোন ধর্মের ভিক্তি বিশ্বাস এবং বিশ্বাস সত্যি হবার সম্ভবনা ৫০%-৫০% বিশ্বের মানুষ এই বিশ্বাসের উপরে ভিক্তি করে ১০০% সত্য একজন মানুষকে হত্যা পযন্ত করতে পারে।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মানুষকে ঘৃনা করলে ধার্মিক হওয়া যায় না। মানুষকে ঘৃনাকারি ধার্মিক হতে পারে না। সৃষ্টিকর্তার সৃষ্টিকে ঘৃনা করে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: ধার্মিক হওয়া সহজ। মানুষ হওয়া সহজ নয়।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

আরইউ বলেছেন:



রাজীব নুর বলেছেন: ধার্মিক হওয়া সহজ। মানুষ হওয়া সহজ নয়।

রাজীব খুব ভালো কথা বলেছেন; দামী কথা বলেছেন। মানুষ হওয়া আসলেই সহজ নয়। অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়ার অভ্যাস ত্যাগ করাও খুব কঠিন। কথায় আছে “লেখাচোরের মার বড় গলা!“

১৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭

সোনালি কাবিন বলেছেন: আরইউ বলেছেন:

রাজীব নুর বলেছেন: ধার্মিক হওয়া সহজ। মানুষ হওয়া সহজ নয়।

রাজীব খুব ভালো কথা বলেছেন; দামী কথা বলেছেন। মানুষ হওয়া আসলেই সহজ নয়। অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়ার অভ্যাস ত্যাগ করাও খুব কঠিন। কথায় আছে “লেখাচোরের মার বড় গলা!“

% “লেখাচোরের মার বড় গলা!“
হা হা !

১৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

বিজন রয় বলেছেন: কিন্তু দেশে তো কেহ মানুষ হতে চায় না, আগে ধার্মিক হতে চায়।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪

ধুলো মেঘ বলেছেন: একজন ধার্মিক হিন্দুকে দুর্দশায় পড়তে দেখলে কোন ধার্মিক মুসলিম খুশী হতে পারেনা এন্ড ভাইস ভার্সা। এটা কোন ধর্মেরই এথিকসের মধ্যে পড়েনা।

মুসলিম বিশ্বাস করে, ব্যক্তির বিশ্বাস ও কর্মের দায় যার যার নিজের। তাই অন্যের কৃতকর্ম নিয়ে সে মাথা ঘামায় না।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক

২০| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫০

মিথমেকার বলেছেন: ধর্মে ভুল বিশ্বাস মানুষকে তার নিজ ধর্ম থেকেই দূরে নিয়ে যায়। মানুষ বিনা ধর্ম সম্ভব নয়।

২১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১

শূন্য সারমর্ম বলেছেন:



আপনার আশেপাশে সব ধার্মিক নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.