নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

মোস্তফা সরয়ার ফারুকীর তদবিরকারী সেই পত্রিকা সম্পাদক না তো?

১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৮

দেশের শীর্ষ পত্রিকাগুলোর একটির সম্পাদক সাহেব হাসিনার সুবিধাভোগী এক ব্যবসায়ীকে উপদেষ্টা বানানোর জন্য প্রফেসর ইউনুস বরাবরে তদবির করেছিলেন। উদ্দেশ্য ছিল, ওই লোক উপদেষ্টা হলে পত্রিকাটি তাকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকার হতেও সুবিধা নেবে। শুনেছি পিনাকী ভট্টাচার্যীর হস্তক্ষেপে সে উদ্দেশ্য সফল হয়নি।

তবে মোস্তফা সরয়ার ফারুকী সাহেবকে উপদেষ্টা বানিয়ে আরো বেশি গর্হিত কাজ করেছে অন্তর্বর্তী সরকার। লাখে লাখে মানুষ সোশ্যাল মিডিয়ায় স্বৈরাচারের সুবিধাভোগী ফারুকীর উপদেষ্টা পদে যোগদানের তীব্র সমালোচনা করছেন। সরকারের উচিত তা আমলে নেয়া।

প্রশ্ন হচ্ছে, কেউ না কেউ ফারুকী সাহেবকে উপদেষ্টা বানানোর জন্য প্রফেসর ইউনুস বরাবরে তদবির করেছিলেন। সেই তদ্বিরকারীও আবার ওই বিশেষ পত্রিকার সম্পাদক সাহেব না তো? শুনেছি, তিনি আটঘাট বেঁধে মাঠে নেমেছেন তার চক্রের কেউ একজনকে উপদেষ্টা বানাতে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৮

সৈয়দ কুতুব বলেছেন: জামাত কে প্রশ্ন করেন উত্তর পেয়ে যাবেন।

২| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৪

জুল ভার্ন বলেছেন: ইয়েস, আপনার সন্দেহ সঠিক।

৩| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৭

আহরণ বলেছেন: ফারুকীর মত গোল-আলু সব মাছের ঝোলে যায়, দারুণ মজাদার। এরা মরে না।

৪| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩২

নান্দাইলের ইউনুছ বলেছেন:

আহরণ বলেছেন: ফারুকীর মত গোল-আলু সব মাছের ঝোলে যায়, দারুণ মজাদার। এরা মরে না।

আমার এই ভাতিজা সব পার্টি করে।
আর সব পার্টি তারে সাপোর্ট করে।
ভাতিচা জীবনে অনেক উন্নতি করেছে।
আরো করতে পারবে।

৫| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৬

নান্দাইলের ইউনুছ বলেছেন:

ভাতিজা,
তুমি কি পরথম আলুর কতা কৈবার লাগছনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.