নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

= সেই মন্ত্রীকে আজও ভুলিনি =

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫০

২৫/৩০ এর নিচে যাদের বয়স তারা বিএনপি'র শাসন দেখেনি, বা দেখলেও দেশ শাসন বলতে ঠিক কি বুঝায় তা তখনও বুঝে উঠেনি। তাদের জানার সুবিধার্থে বলি, দলমত নির্বিশেষে বাংলাদেশের সিংহভাগ রাজনীতিক দুর্নীতিগ্রস্থ। আমলারা আখের গোছাতে সে সুযোগই কাজে লাগায়।

বিএনপি-জামাত'এর আমলেও দুর্নীতি হয়েছে, তবে হাসিনার আমলের মতো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, বা এস আলম গংদের মতো নাগরিকত্ব বিসর্জন দিয়ে দিনদুপুরে ডাকাতি হয়নি।

একটা উদাহরণ দেই। হজযাত্রীরাও চাঁদা দিতে বাধ্য হয়েছেন বিএনপি-জামাত'এর আমলে। নিজে মুসলমান হয়েও চট্টগ্রামের এক মন্ত্রী হজব্রত পালনে ইচ্ছুক প্রতিজনের কাছ থেকে ৫০ ডলার করে চাঁদা সংগ্রহ করে বেশ আলোচিত হয়েছিলেন তখন। চরম সমালোচিত হলে তার উপর মানুষের ক্রোধ কমাতে তিনি নিজের ইচ্ছায় নয়, একটি বিশেষ ভবনের নির্দেশে ওই চাঁদা সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছিলেন। .. এর কিছুকাল পরই তার পরিবার একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পতিত হয়। পরিবারের দুই সদস্য হারান তিনি।

সেই মন্ত্রীকে এখন আর রাজনীতিতে সক্রিয় দেখা যায় না। কেউ কি তিনি কোথায় আছেন, কেমন আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা জানাবেন?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:০৭

আজব লিংকন বলেছেন: ৫০ ডলার করে চাঁদা কোন পারপাসে নিয়েছিল?
৩০ বছরের হয়ে গেছি, মনে করিয়ে দেবার জন্য থ্যাংকস ভাই
কত কিছু দেখা হয়নি

২| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১০

সৈয়দ কুতুব বলেছেন: সত্যি বলতে আর কোনো অপশন নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই আগে পড়ে জামাতে যোগ দিবে।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১১

ডার্ক ম্যান বলেছেন: আপনি ২০০২ সালের কথা বলছেন। মনে থাকার কারণ হল ঐ বছর আমার বাবা হজে গিয়েছিলেন।

তিনি অনেক অসুস্থ। তাঁর সাম্রাজ্য এখন তাঁর ছেলের হাতে।
তিনি কয়েক বছর আগে ছেলের বিরুদ্ধেও মামলা করেছিলেন। পরে সেটা মিটমাট করে ফেলেন।
এস আলমের এপিএসকে সরকার পতনের পর কয়েকদিন আশ্রয় দিয়েছিলেন বলে গুজব আছে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে কিছু টাকা উদ্ধার করেছিল বলেও শুনেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.