নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

সতর্কতামূলক পোস্ট - কানাডা বিষয়ক

০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৭

যারা টেম্পোরারি ইমিগ্রেশন (অস্থায়ী অভিবাসন) নিয়ে কানাডা এসেছেন বা আসবেন তাদের জন্য এ লেখাটি অতি গুরুত্বপূর্ণ। অন্যরা এড়িয়ে যেতে পারেন।

Temporary Immigration মানে হলো, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, ইত্যাদি; অর্থাৎ, পিআর স্ট্যাটাস নেই এমন। [PR স্ট্যাটাস হলো Permanent Immigration.]

গতকাল আমার সাথে একজন যোগাযোগ করেছেন যিনি ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় দেশে গেছেন। কিন্তু, কানাডা ফেরার সময় তাকে প্ল্যানে চড়তে দেয়া হয়নি। এমন ঘটনা এর আগে শুনিনি।

কানাডা এখন যা করছে বলে আমার ধারণা: টেম্পোরারি ইমিগ্রেশন স্ট্যাটাস থাকা অবস্থায় যারা কানাডা ছেড়ে যাচ্ছে তাদের কাগজপত্র আরেকদফা দেখে নিচ্ছে। আগের আবেদনে সন্দেহজনক কোন ডকুমেন্ট বা তথ্য পেলে কানাডা কর্তৃপক্ষ তাদের পুনরায় ঢুকতে দিচ্ছে না। কানাডায় যেনতেনভাবে ঢুকে যাওয়াই কিন্তু শেষ কথা নয়।

এ অবস্থায় পরামর্শ হলো -

এক) আপনার আবেদনে এজেন্ট কোনপ্রকার ভুয়া ডকুমেন্ট ব্যবহার করছে কিনা তা শতভাগ নিশ্চিত করতে হবে। কারন, ভুয়া তথ্য দিয়ে আপনি কানাডায় ঢুকতে সক্ষম হলেও আপনাকে পরে ঝামেলায় পড়তে হতে পারে।

দুই) যারা টেম্পোরারি ইমিগ্রেশন নিয়ে এ মুহূর্তে কানাডায় আছেন তারা জরুরি প্রয়োজন ছাড়া আপাততঃ কানাডা ত্যাগ করবেন না।

শুভকামনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আচ্ছা ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.