নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

নিজের চরকায় তেলটা আগে দিন

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:২৪

বেশিরভাগ মানুষই নিজের দোষ দেখতে বা ধরতে অভ্যস্ত নয়। তারা কেবল অন্যের দোষ খুঁজে বেড়ায়।

উদাহরণ: বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পুরুষদের বেশিরভাগই বাড়ির মহিলারা ঠিকঠাক পর্দা করছে কিনা তা নিয়ে টেনশনে থাকে। অনেকে মা-বোন বা স্ত্রীর মাথা হতে হিজাব সরে গেলে বা পড়ে গেলে নানাভাবে তাদের শাসায়। তারা মনে করে, নিজেদের 'নিয়ন্ত্রণাধীন' এসব নারীদের দিয়ে যথাযথভাবে পর্দা পালন করানো তাদের দায়িত্ব ও কর্তব্য। অন্যথায়, পরকালে রাব্বুল আলামিনের কাছে এদের বেপর্দার জন্য জবাবদিহি করতে হবে। অথচ, এসব পুরুষের সিংহভাগই রাস্তাঘাটে বা টিভির পর্দায় খুবসুরত নারী দেখলে অপলক দৃষ্টিতে তাদের দিকে বারবার তাকাতে থাকে। পরকালের ভয়টা একদমই মনে জাগে না তখন।

সেই সব পুরুষদের উদ্দেশ্যে আমার নিবেদন, আপনারা নিজে শুদ্ধ হয়ে তবে অন্যকে সংশোধনের চেষ্টা করুন; মানে, নিজের চরকায় তেলটা আগে দিন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২৫

আহরণ বলেছেন: বাংলাদেশের ৯৫ মুসলমান পরকালের হূরপরীর আশায় বে-হূস। ভাইয়া??

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

শায়মা বলেছেন: শুধু পর্দা হিজাব নিয়ে না যে কোনো মানুষই বা সব মানুষেরাই যদি নিজের দোষ বুঝতো তো পৃথিবীতে কোনো ভুল থাকতো না।

আমরা নিজেদের দোষ বুঝিনা বা মানিনা বলেই পৃথিবীতে এত সমস্যা! :(

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.