নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

হাসিনার আয়নাঘর ভারতীয় সাংবাদিকের বিবেকেও নাড়া দিয়েছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৩

১২ই ফেব্রুয়ারি ২০২৫। হাসিনার সেই কুখ্যাত আয়নাঘর পরিদর্শন শেষে ভারতীয় সাংবাদিক অর্ক দেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন -

‘এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার (আগারগাঁও অঞ্চলে)। ‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলোতে, ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে।’

কেবল বাংলাদেশ নয়, ভারতীয় সাংবাদিকদের বিবেকেও নাড়া দিয়েছে এই আয়নাঘর। আশা করি, মোদী অচিরেই বাস্তবতা মেনে নিয়ে বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

একইসাথে আশা করবো, প্রফেসর ইউনূসের সরকার যেন খুনি হাসিনা ও তার দোসরদের উপযুক্ত বিচার শেষ না করে সরকারের দায়িত্ব না ছাড়েন। কেননা, রাজনৈতিক সরকার চাইলেও এ অতি প্রয়োজনীয় বিচারকাজগুলো সম্পন্ন করতে পারবে না। বিচারের উদ্যোগ নিলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে বিরোধীদল দমনের।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯

শাওন আহমাদ বলেছেন: এই মহিলা ও তার দোসরদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে সারা বিশ্ব এই বিচারের কথা মনে রাখে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৮

শাহ আজিজ বলেছেন: ওরাওতো রক্ত মাংসে গড়া মানুষ , সবাই মোদী নয় ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৫

অগ্নিবাবা বলেছেন: খুবই ভালো একজন ভারতীয় সার্টিফিকেট দিয়েছে, এইবার মোদীর সার্টিফিকেট পেলেই আয়নাঘর সত্য বলে প্রমানিত হবে। ভারত মাতা কি জয়।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আফসোসরা এগুলো বিশ্বাস করবে না

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: এখন পর্যন্ত এই আয়না ঘরে কাদের শাস্তি দেওয়া হচ্ছে? তারা কোথায়?
আর কাকে কাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে? তাদের দেখতে চাই। সেই সাথে এত এত লাশ কোথায় কবর দিয়েছে সেই কবর দেখতে চাই।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৯

কামাল১৮ বলেছেন: ছয় মাস লাগলো আয়না ঘর সাজাতে।তার পরেও বহু ভুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.