নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

যে পদক্ষেপ রাজনৈতিক সরকারগুলো নিতে সাহস পাবে না ...

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫২

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন নেয়ার প্রথা বাতিল কি কোন রাজনৈতিক সরকার করতে পারতো? অবশ্যই না; কারণ, তাতে পুলিশ বাহিনী ক্ষেপে যেতো। পুলিশ ক্ষেপিয়ে কি বাংলাদেশে রাজনীতি করা যায়?

অফ দ্যা রেকর্ড আমরা সবাই জানি, বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশন মানেই চার-পাঁচ হাজার টাকার এক অদৃশ্য খরচ। টাকা দিলে দাগি ক্রিমিনালরাও ক্লিন রেকর্ড পেয়ে যায়, আর তা না দিলে ক্লিন রেকর্ডের মানুষকেও মাসের পর মাস এমনকি বছর ধরে পুলিশ রিপোর্টের অপেক্ষায় থাকতে হয়।

তথাকথিত উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে নালিশ দিলেও কোন সুফল পাওয়া যায় না। কারন, ঘুষের টাকার ভাগ সব মহলেই যায়। এক জরিপে জানা গেছে, কেবল ঘুষের এ খাত হতেই পুলিশের উপরি আয় ছিল বছরে প্রায় এক হাজার কোটি টাকা।

অপ্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন নেবার এই প্রথা বাতিল করার জন্য প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা। আশা করি, রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রফেসর ইউনুস এমন আরো কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন যা রাজনৈতিক সরকারগুলো করতে সাহস পায়না।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২০

নতুন বলেছেন: প্রতি বছর প্রায় ৭০০-৮০০ কোটি টাকার ঘুষ খাইতো পুলিশেরা এই পাসপোর্টের কাজ থেকে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:১৮

কামাল১৮ বলেছেন: আপনার কথা সত্যি হলে পৃথিবীর দেশেদেশে অনির্বাচিত সরকারই থাকতো ভালো কাজের জন্য।আপনিতো কানাডায় থাকেন,সেখানে নির্বাচিত সরকার,সেখানকার পুলিশ কি এমন ঘুষ খায়?দরকার গনতান্ত্রিক সরকার সকলদল্র অংশগ্রহনে।কয়েক দুন পর পাসপোর্ট অফিসের লোক জন ঘুষ খাওয়া শুরু করবে।আগেও খেতো এখন পরিমান বাড়িয়ে দিবে।দরকার সুশাসন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:১৯

এমএলজি বলেছেন: বাংলাদেশে যারা পাসপোর্ট অফিসে গেছে তাদের সাথে কথা বললে বুঝবেন আমার কথা সত্য কি মিথ্যা।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৪১

সামরিন হক বলেছেন: সত‍্যিই তাই। কৃতজ্ঞতা সরকারের প্রতি ।


শুভ সকাল!

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরকারের প্রতি কৃতজ্ঞতা

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২১

নকল কাক বলেছেন: পারলে আগে অন্য সব যায়গায় ঘুষ বন্ধ করুক, তারপর দেখা যাবে।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.