![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালির আড্ডার প্রধান আকর্ষণ ধর্ম বা রাজনীতি হলেও অন্যান্য বিষয়, যেমন, বিয়েশাদির অনুষ্ঠান নিয়েও আলোচনা কম হয়না। গল্প জমে উঠে বিয়ের দাওয়াতে উপহার দেয়া-নেয়া নিয়েও।
প্রায় আড়াই দশক আগে আমি যখন দেশে ছিলাম তখনো বিয়ের উপহার হিসেবে ক্যাশ দেয়ার প্রচলন হয়নি, কাইন্ডস, মানে, উপহার সামগ্রী দিতে দেখেছি সচরাচর। মনে আছে, আমার বিয়েতে সহকর্মীবৃন্দ মিলে মন্নু সিরামিকের ৫২ পীসের একটা সুন্দর ডিনার সেট দিয়েছিলেন, যা আজও অক্ষত আছে। আজকাল সম্ভবত সে সংস্কৃতি বদলে ক্যাশ লেনদেন শুরু হয়েছে।
উত্তর আমেরিকায় বাঙালিদের বিয়েশাদীতে কাইন্ডস নয়, ক্যাশ উপহার দিতে দেখি। গিফট দিতে সাধারণভাবে যা বিবেচনায় নেয়া হয় তা হলো, একটি পরিবার থেকে যতোজন আমন্ত্রিত অতিথি থাকেন কমবেশি ততো শত ডলার ক্যাশ উপহার দেয়া হয়। যেমন ধরুন, আপনার পরিবার হতে তিনজন দাওয়াতে গেলে কমবেশি তিনশ ডলার দিলে তা খুবই যৌক্তিক। আর্থিক অবস্থাভেদে এর কমবেশি অবশ্যই হতে পারে।
এ হিসেবটা এলো কোথা হতে? - আসলে এধরনের কোন লিখিত নিয়ম নেই। বিবেচনা এমন যে দাওয়াতের আয়োজকবৃন্দ প্রতিজনের দাওয়াতের পেছনে গড়ে কমবেশি শখানেক ডলার খরচ করে থাকেন। উদ্দেশ্য, তাঁরা যেন খরচের কিছুটা পুষিয়ে নিতে পারেন। ভিন্ন ভাষায়, তাদের উদ্দেশ্যে সহায়তার হাত বাড়িয়ে দেয়া। - -
সেদিনের আড্ডায় এক সুহৃদ বললেন, তার কন্যার বিয়েতে কেউ একজন খামে ভরে এক হাজার ডলার উপহার দিয়েছিলেন। খামে তাঁর নাম লেখেননি, অর্থাৎ, উপহারটা ছিল এনোনিমাস (anonymous) বা বেনামি। তৎক্ষণিক ধারণা করেছিলেন, এ শহরের ডাক্তারবৃন্দের কেউ একজন হয়তো এতো বড়ো অংকের উপহার দিয়েছেন। কিন্তু, কানাঘুষায় পরে জানা গেল যে দম্পতি এ বিশাল অংকের অর্থ উপহার দিয়েছেন তারা মিনিমাম ওয়েজ (কানাডা সরকার নির্ধারিত সর্বনিম্ন বেতন) এর কাছাকাছি বেতনভোগী ওয়ার্কার বা শ্রমিক।
অপরদিকে, একই দাওয়াতে এক ডাক্তার ভদ্রলোক পরিবারের চার সদস্য নিয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি অন্যদের মতো ডলারভর্তি খামে নিজের নাম লিখে দিয়েছিলেন। তবে, সে খামে ছিল মাত্র পঞ্চাশ ডলার। অথচ, পাঁচ হাজার ডলারও তাঁর জন্য তেমন কিছু না। যারা জানেন না, উত্তর আমেরিকাসহ উন্নতদেশগুলোতে যারা ডাক্তার হিসেবে কাজ করেন তাঁদের আয় অন্য যে কোন প্রফেশনের কয়েকগুন। উদাহরণস্বরূপ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের অনেকে বছরে মিলিয়ন ডলারের উপর আয় করেন। সেকারণেই বিষয়টা আলোচনায়। - -
বিয়ের দাওয়াতের উপহার নিয়ে আপনাদের কারো ইন্টারেস্টিং কোন অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখতে পারেন।
২| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: পড়লাম।
৩| ০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:১৪
মেঠোপথ২৩ বলেছেন: বিদেশে টাকা ছাড়া অন্য কোন ধরনের উপহার দেয়ার চল নাই। আমাদের দেশেও এখন এই চল হয়েছে। তবে মধ্যবিত্তরা পড়েছে সমস্যায়। তারা চাইলেও বেশি দেবার সামর্থ নাই। কিন্তু কে কত টাকা দিল সেটা আবার কিভাবে যেন চাউর হয়ে যায়। বিষয়টা খুব বিব্রতকর।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৬
নতুন বলেছেন: আগে গ্রামে পিতলের কলশি উপহার দিতে দেখেছি। আর ঐখানেও ক্যাশ টাকা দেবার প্রচলন ছিলো। সাধারন মানুষ ১০১ টাকা ৫০১ টাকা, বড় লোক হলে ১০০১টাকা দিয়ে নাম লিখিয়ে যেতো।
তবে বর্তমানের সময়ের জন্য কিউআর কোড দিতে হবে। যাতে অনলাইনে দিয়ে দেওয়া যায়।