নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরপেক্ষ দৃষ্টি

মোঃ মুনতাসির হোসেন মৃধা

মধ্য পথ অবলম্বনকারী একজন সাংবাদিক/ব্লগার।

মোঃ মুনতাসির হোসেন মৃধা › বিস্তারিত পোস্টঃ

SEXUAL HARASSMENT - এতে ভয় পাওয়ার কিছু নেই।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯



একটি দেশের একজন মন্ত্রির মতে দেশের পাবলিক স্পটগুলোতে SEXUAL HARASSMENT একটি সাধারন ঘটনা বলে ঘোষিত হয়েছে। মাননীয় মন্ত্রী তার একটি বক্তব্যে এটি প্রকাশ করেন।

জানা যায়নি উনি বক্তব্য দেয়ার সময় কোন সভ্য ও জ্ঞানি মানুষের অনুসরন করে এমন বক্তব্য দেন।

তবে একজন সাধারন নাগরিক হিসেবে আমার কিছু কথা আছে। আমাদের দেশের মানুষ যে বিষয়টি খারাপ হিসেবে দেখবে, দুঃখিত শুধু খারাপ নয় জঘন্য, তা আমরা যাদের নির্বাচিত করেছি দেশের মানুষের সেবা করার জন্য তাদেরও ঠিক সেভাবেই দেখতে হবে। তাদের ব্যক্তিগত জীবনে বিষয়টি তাদের প্রিয় হলেও তা ঘৃণা করতে হবে।

একদিকে আমাদের নিরাপত্তাহীনতায় জীবন অতিবাহিত করতে হচ্ছে যেখানে সরকার ব্যর্থ একটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপদ চলাফেরা নিশ্চিত করতে আর অন্যদিকে প্রকাশ্যে বলে ফেলছেন আপনারা ইচ্ছা করেই অবহেলা করছেন।

ছিঃ.....

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

মারুফ তারেক বলেছেন: কে বলেছে আমরা নির্বাচিত করেছি?

নির্বাচন করতে হয় ভোট দিয়ে,
আমরা কি ভোট দিতে পারি?

২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১

ফেরদাউস আল আমিন বলেছেন: যেই সন্মানিত মন্তৃ মনে হয় বলেছিলেন "গরু ছাগল চিনতে পারলেই তো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে"( একে বারে সঠিক শব্দ চয়ন করত উদ্ধৃতি দিতে পারব না এই মূহুর্তে, তা হলে পুরানো পতৃকার পাতা খুলতে হবে আমাকে, যা সম্ভব নয়), তাই যদি হয়, তার কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করতেই পারেন।
আমাদের দূর্ভাগ্য জনগন উনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন। সুতরাং জনগনকে আগে শিক্ষিত ও সুবিবেচক হতে হবে।

৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছিঃ....

৪| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১১

সোজোন বাদিয়া বলেছেন: আপনার আকাঙ্খাগুলোকে শ্রদ্ধা জানাই, কিন্তু কাদের কাছে প্রত্যাশা করছেন? চোখ ডলে আবার দেখুন, ওরা কারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.