নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরপেক্ষ দৃষ্টি

মোঃ মুনতাসির হোসেন মৃধা

মধ্য পথ অবলম্বনকারী একজন সাংবাদিক/ব্লগার।

মোঃ মুনতাসির হোসেন মৃধা › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা কুকুর গুলোর মধ্যে তুমিই শ্রেষ্ঠ!

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭


আমাদের জানা নেই এর শেষ কী, জানা নেই কোন দিকে খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছি আমরা। দেশের সম্পর্কে কিছু লিখতে ইচ্ছে হলেই ক্রমান্বয়ে অনেকগুলো দির্ঘশ্বাস ভেতর থেকে বেরিয়ে অাসে। অনেক লম্বা সময় হয়ে পার গেল কোন একটি ন্যায় বিচার দেশে সংঘটিত হয়নি। অনেক লম্বা সময় পার হয়ে গেল দেশে কোন একটি সংবাদপত্রে কোন অন্যায় এর খবর ছাপা হয়নি। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা সৎ নেতাদের মত কেউ অনেক অনেক বছর ধরে জন্ম নেয়নি। আমাদের সরকার পরিচালনার নীতি জঘন্য থেকে জঘন্যতম হয়ে পড়েছে।

সাংবাদিক হত্যা, বুদ্ধিজীবি হত্যা, সাধারন মানুষ হত্যা, হত্যার পর অসাধারন নাটক তৈরীর চেষ্টা, ন্যায় বিচার প্রতিষ্ঠার নামে অভিনয় এগুলো হচ্ছে সরকার পরিচালনার অন্যতম উন্নত প্রযুক্তি।

খুন, ধর্ষন ও গুম এ সকল ক্ষেত্রে প্রথম পদক্ষেপ বিচার নয় বরং পাবলিক ঠান্ডা না হওয়া পর্যন্ত বিশেষ পদ্ধতিতে একটি অভিনয় মানুষের সামনে উপস্থাপন করা। আমি যে সময় লিখছি সেসময় আমার একজন অাত্মীয়কে মৃত ঘোষনা করা হচ্ছে। ঘোষনা করা হচ্ছে কারন ছিল একটি দুর্ঘটনা যদিও অমাদের বিশ্বাস তা খুন। ময়না তদন্তের পর মৃতদেহের অবস্থা দেখে সাধারন একজন মানুষও বলবে ত খুন তবুও হাসপাতাল থেকে ঘোষনা করা হল এটি খুন নয়। নিশ্চিতভাবে বলা যায় এমন ঘটনা প্রতিদিন ঘটছে অনেকের সাথেই। তবে সমস্যা হচ্ছে আমরা তো গরু ছাগলের মত হতে পারিনা। আমরা আমদের পাশের কাউকে হত্যা করা হলে মননিবেশ করতে পারিনা নিজের খাওয়ার দিকে। তাও তাই আমাদের করে যেতে হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.