নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

আকাঙ্ক্ষা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

দমকা হাওয়ায় হঠাৎ গাছের মাথাটা
কেঁপে উঠতেই বুঝতে পারি ঝড়ের পূর্বাভাস।
চেয়ে দেখি ঈশাণ কোণ লাল হয়ে উঠেছে
তারপর আকাশের মেঘগুলো দুমড়ে মুচড়ে
কালো হতে হতে জমাট বরফ হয়ে উঠে
ভীষণ অন্ধকারে আবেগ বেগে ছুটে আসা
বায়ু বইছে, শুরু হয়ে গেছে তুফান।
ঝড়ো বাতাস বইছে মাথার উপর
শরীরে হানছে আঘাত, ভেঙ্গে দিচ্ছে ঘরবাড়ি
সংসার, সমাজ আর চেনা জনপদ।
ঘরে ফিরবার উপায় নেই কোন,
ঝড়ের সাথে হচ্ছে বেঁচে থাকবার সংগ্রাম।
এই সংগ্রাম হয় মানুষকে ধ্বংস করবে
নয়তো জিতবে মানুষ।
শুরু হবে নতুন সভ্যতার, নতুন দিনের।

ঝড় থেমে গেলে পরে অমানিশার
ঘোর অন্ধকারে জ্বলে উঠবে আলোর মশাল,
নতুন আলোয় উদ্ভাসিত হবে ধরিত্রী।
সেখানে শংকা থাকবে না,
থাকবে না কোন ভয় কিংবা আতঙ্ক।
বৃষ্টি ভেজা মৃত্তিকার সোঁদা গন্ধে
ফিরে পাবো আমাদের শৈশব-কৈশোর।
গড়ে তুলবো আমাদের নতুন যৌবন
আর রঙ্গিন ভবিষ্যত।
মানুষ বরাবরের মতো
আবার নতুন করে শিখবে
সংগ্রামেই মুক্তি মানুষের আর পৃথিবীর
তাই বেঁচে থাক প্রতিটি সংগ্রাম,
মুক্তি পাক মানুষ, মুক্তি পাক পৃথিবী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.