![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ভুলে যাওয়া এত সহজ নয়
চেষ্টা করে দেখতে পারো,
যতই অভিনয় করো ভুলে থাকবার
পারবে না জানি।
করেই দেখো না চেষ্টাটা
দেখো পার কিনা?
আমাকে ভুলে যাওয়া অত সোজা নয়
তোমার মনের গোপন কুঠুরিতে
আমার বসবাস।
যতই দূরে থাকবার চেষ্টা কর না কেন
পারবে না জানি।
তোমার মন তোমাকে
টেনে আনবে আমার কাছে।
চেষ্টা করে দেখতে পার।
যতই কষ্ট দেবার চেষ্টা কর না কেন
পারবে না জানি।
হৃদয় বীণার তারে
বাঁধা তুমি আর আমি।
ছিন্ন করতে পারবে না সে তার
চেষ্টা করতে দেখতে পার।
অযথাই রক্তাক্ত হবে তোমার হৃদয়ের দ্বার।
কথা বলো না
থেকে যাও নীরব,
নিভৃতচারী হয়ে আমিও আছি
তোমার বুকের ভেতর,
যেখানে হৃৎপিন্ড থাকে।
তোমার হৃৎপিন্ডের প্রতিটি ধুক্ ধুক্
কম্পনে আমার অনুভব,
চাইলেও সরাতে পারবে না তাকে
চেষ্টা করে দেখতে পারো।
একদিন চলে যাবো দূরে, বহুদূরে
কথা দিলাম।
সেদিনও পারবে না ভুলতে আমাকে।
আমার না থাকাটাই সেদিন
আমি হয়ে বিচরণ করবে তোমার ভেতর।
তুমি চেষ্টা করতে থাকো
আমি দূরে যেতে থাকি,
যেতে যেতে হারিয়ে যাই জনসমুদ্রে।
দেখো তাও পারো কিনা
আমাকে ভুলতে।
কোন দিন বলিনি তোমাকে ভালবাসি
হয়তো বলা হবে না কোনো দিন
তবুও ভালবাসি।
হয়তো তুমিও বাসো
হয়তো বা না।
জিজ্ঞেস তো করিনি কোনদিন।
তুমি চেষ্টা করতে থাকো
আর আমি হারিয়ে যেতে থাকি,
তবুও ভুলতে পারবে না আমাকে
অব্যক্ত প্রেমের এ এক চ্যালেঞ্জ।
©somewhere in net ltd.