![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্রা নদীর পাড়ে,
দেখেছি যে তারে।
অচেনা সেই মেয়ে,
যাচ্ছিল গান গেয়ে।
কাজল কলো চোখেতে
তার স্বপ্ন করে খেলা,
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে
ভালবাসার মেলা।
নিটোল পায়ের মল দু’টি তার
রিনিঝিনি বাজে,
সেই সুরেতে ব্যাকুল হৃদয়
মন লাগে না কাজে।
ভ্রমর কালো চুলের খোঁপায়
নীল অপরাজিতা,
মনটা যে চায় বলি তারে
হবে আমার মিতা?
©somewhere in net ltd.