![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলংকার যে নওগো শুধু
তুমি আমার প্রাণ,
তোমার ছায়ায় কোমল মায়ায়
প্রাণে বাজে গান।
আছে কত তোমার বুকে
তরুলতা আর বৃক্ষরাজি,
মধু কিংবা ফুলে ফলে
তুমি সাজলে আমি সাজি।
গহীন জলের নায়ের মাঝি,
করলে যে কোন কারসাজি
কেন করলে ইশ!
বনের বুকে ঢাললে কেন
এমন তরল বিষ?
দম বন্ধ হয়ে আসে,
তোমার ঢালা তরল বিষে।
কেমন করে মুক্তি পাবে
নিস্তার বল কিসে?
এখন দেখি আনছো আবার
কালো কালো কয়লা,
বনের বুকে ছড়াবে বলে
বিষাক্ত কোন ময়লা।
পাখ-পাখালি প্রাণী যত,
আজ যে তাদের মনে ক্ষত।
যাবে কোথায় ওরা বল
থাকার জায়গা কোথায়?
বনের বুকেই বসত ওদের
ঘর-বাড়িও সেথায়।
দক্ষিণেতে বসত তোমার
বিশাল তোমার মন,
বাংলা মায়ের রক্ষা কবচ
তুমি সুন্দরবন।
তোমার বুকে হানছে আঘাত
হিংস্র সকল হায়না,
দেশের ভাল, দশের ভাল
তারা কিন্তু চায় না।
আঘাত যতই আসুক না আজ
হিংস্র হোক না থাবা,
হাল ছাড়িনি, বলছিনা তো
মারহাবা মারহাবা।
আলাদা নয় তোমার আমার
একটাই যে প্রাণ,
শপথ নিলাম আজকে মোরা
রাখবো তোমার মান।
©somewhere in net ltd.