![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতকালের পিঠা,
তুমি বড়ই মিঠা।
মুগ্ধ যে হই তোমার স্বাদে,
তোমার জন্য মনটা কাঁদে।
দাবি দাওয়া চুলোয় যাক,
হাতটা শুধুই মাথায় থাক।
থাকি যদি আশির্বাদে,
কাটবে জীবন নির্বিবাদে।
শীতকালটা রাজ্য তোমার,
চা’ল পাটালি হয় একাকার।
পিঠা তুমি জিন্দাবাদ,
তোমায় ঘিরে শান্তি থাক।
শীতকালটা দীর্ঘ হোক,
পিঠা দেখে জুড়াক চোখ।
©somewhere in net ltd.