![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামা বাড়ির ঘরটা আঁধার
যায় না সেথায় থাকা,
চিটনীতিটা পড়েই থাকে
ফাঁকা মাঠে একা।
আটকে কেন থাকবো আমি
চার দেয়ালের গন্ডিতে,
আমার কথায় চলে কত
বাঘা বাঘা পন্ডিতে।
সবকিছু্ইতো আমি চালাই
ঝাটকা মারি পকেটে,
সব পাগলেই হামি খায়
হালুয়া আর রুটিতে।
বন্দুক কি সিন্দুকে থাকে
পিস্তল থাকে ট্রাঙ্কে?
হাজার কোটি টাকা আমার
রাখি তা সুইস ব্যাংকে।
গাড়ী আছে বাড়ি আছে
আরো আছে ক্ষমতা,
বুকটা আমার পাষাণ সিমার
নাইতো কোন মমতা।
গোটা দুনিয়া রাজ্য আমার
এইতো আছি ভাল,
আমার সুখটা দেখে কেন
মুখটা করো কালো?
আইন কানুন? একটু থামুন
থোরাই করি কেয়ার,
মন্দ ভাল সবই কিন্তু
চিটনীতিতে ফেয়ার।
যান ভুলে যান সব কিছু
সাদা কিংবা কালো,
পরের চিন্তা বাদ দিয়ে দিন
থাকতে চাইলে ভাল।
©somewhere in net ltd.